২৮ বছর পর সিলেটের বাইরের অর্থমন্ত্রী

২৮ বছর পর সিলেটের বাইরের অর্থমন্ত্রী

২৮ বছর পর সিলেটের বাইরের অর্থমন্ত্রী
২৮ বছর পর সিলেটের বাইরের অর্থমন্ত্রী

লোকালয় ডেস্ক: দীর্ঘ ২৮ বছর ধরে চলে আসা নিয়ম ভেঙে নতুন মন্ত্রী পরিষদের অর্থমন্ত্রী হলেন সিলেটের বাইরের কোন ব্যক্তি। এ সময়ের মধ্যে যারাই অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তারা ছিলেন সিলেট অঞ্চলের বাসিন্দা।

বিদায়ী সরকারে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব সামলে আসা কুমিল্লার আ হ ম মুস্তফা কামালকে নতুন সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা।

একাদশ সংসদ নির্বাচনে অভাবনীয় জয়ের পর আওয়ামী লীগের নতুন সরকার সোমবার শপথ নিতে যাচ্ছে।

১৯৯০ সালের পর সব মহলে অর্থ মন্ত্রণালয় মানেই সিলেট এমন একটি ধারণা তৈরি হয়েছিল। ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান এম সাইফুর রহমান। টানা পাঁচ বছর ওই দায়িত্বে ছিলেন তিনি।

সাইফুর রহমান ১৯৮০ সালে প্রথম কোনো সিলেটী হিসেবে অর্থমন্ত্রী হন। জিয়াউর রহমানের সরকারের দুই বছর ওই দায়িত্বে ছিলেন তিনি। তার পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে অর্থমন্ত্রী হন শাহ এ এম এস কিবরিয়া। তার বাড়ি হবিগঞ্জ বৃহত্তর সিলেটের অন্তর্ভুক্ত। ২০০১ সালে খালেদা জিয়া ফের প্রধানমন্ত্রী হলে সাইফুর রহমানকে পুনরায় অর্থমন্ত্রীর দায়্ত্বি দেন। পুরো মেয়াদ সেই দায়িত্বে ছিলেন তিনি।

২০০৮ সালের নির্বাচনের পর শেখ হাসিনা সরকার গঠনের সময় অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়ার জন্য বেছে নেন আরেক সিলেটী আবুল মাল আবদুল মুহিতকে। ২০০৯ সালে শপথ নেয়ার পর একটানা দুই মেয়াদে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পর এবার অবসরে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুহিত। তিনি এবার নির্বাচনও করেননি

তার আসন সিলেট-১ এ এবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ভাই এ কে এ মোমেন।

মুহিত অর্থমন্ত্রী হিসেবে ১২ বার জাতীয় বাজেট দিয়েছেন। তার সমান বাজেট দিয়েছেন সাইফুর রহমানও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com