লোকালয় ২৪

২৪ ঘণ্টায় করোনায় সাড়ে পাঁচ হাজার মৃত্যু

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  মহামারি আকারে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরো সাড়ে পাঁচ হাজার প্রাণ কেড়ে নিলো এ ভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে এখন মৃতের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২১৬ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে। আরো জানা গেছে, নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৭ হাজারের বেশি। এ ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ১২ হাজার ৪৮৪ জন। আর সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৫ হাজার ১৮৪ জন।

শুক্রবারও সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। মারা গেছেন প্রায় ১৭শ’ মানুষ। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬শ’তে। আক্রান্ত ১৩ লাখ ২২ হাজার। এদিন দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। নতুন করে আটশ’র বেশি মৃত্যুতে, মোট প্রাণহানি পৌঁছেছে ১০ হাজারে।

ইতালি, স্পেন, ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশে এদিন নতুন সংক্রমণ ও মৃত্যু ছিল কম। অঞ্চলটিতে কোভিড ১৯-এ প্রাণহানি দেড় লাখ ছাড়িয়েছে।