২১ গ্রেনেড হামলা মামলায় সাবেক দুই আইজিপির জামিন

২১ গ্রেনেড হামলা মামলায় সাবেক দুই আইজিপির জামিন

২১ গ্রেনেড হামলা মামলায় সাবেক দুই আইজিপির জামিন
২১ গ্রেনেড হামলা মামলায় সাবেক দুই আইজিপির জামিন

ঢাকা- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক দুই আইজিপি শহুদুল হক ও আশরাফুল হুদার আপিল শুনানির জন্য গ্রহণ করে তাদের জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২১ জানুয়ারি) বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দণ্ডপ্রাপ্তদের পক্ষে ছিলেন আইনজীবী আরশাদুর রউফ ও জামিলুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো.আলী জিন্নাহ।

পরে জামিলুর রহমান বলেন, ‘আদালত তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন দিয়েছেন। ওনারা কাশিমপুর কারাগারে আছেন। এ আদেশের ফলে ওনাদের জামিনে কারামুক্তিতে বাধা নেই।’

মো. আলী জিন্নাহ বলেন, ‘ওনারা ১৪ মাস সাজা খেটে ফেলেছেন। এই যুক্তিতে জামিন দিয়েছেন। তবে এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।’

ওই ঘটনায় গত ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত। একইসঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে অপর ১১ আসামিকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com