লোকালয় ২৪

২১৮ রানের বিশাল জয় বাংলাদেশের

২১৮ রানের বিশাল জয় বাংলাদেশের

খেলাধুলা ডেস্কঃ লক্ষ্য ছিল ৪৪৩। জিততে হলে চতুর্থ ইনিংসে রান তাড়ার বিশ্বরেকর্ড গড়তে হতো জিম্বাবুয়েকে। কিন্তু কিসের কী? এর ধারেকাছেও যেতে পারল না সফরকারীরা। ২২৪ রানেই গুটিয়ে গেল তারা।

এতে মিরপুর টেস্টে ২১৮ রানের দুর্দান্ত জয় তুলে নিল বাংলাদেশ। ফলে দু’দলের ২ ম্যাচ টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হলো। ১৫১ রানে সিলেট টেস্ট জিতেছিল রোডেশিয়ানরা।

ঢাকা টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশ পুরোপুরি তাকিয়ে ছিল দুই স্পিনার তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজের দিকে। যেহেতু চতুর্থ দিনের শেষ ২ উইকেট তুলে নিয়েছিলেন এ দুজন। কিন্তু  দিনের শুরুতে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মোস্তাফিজুর রহমান। তবে তাইজুল আর মিরাজ আজও নিরাশ করেননি। দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে জয়ের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাবনাটা উজ্জ্বলই করে রেখেছেন তাঁরা। মোস্তাফিজের বলে বোল্ড হয়েছেন শন উইলিয়ামস। তাইজুল কট এন্ড বোল্ড করেছেন সিকান্দার রাজাকে। আর মিরাজ পিটার মুরকে ফিরিয়ে ভেঙেছেন চোখ রাঙাতে থাকাতে থাকা এক জুটি।

এরপর দ্রুতই ফিরেছেন চাকাভা, তিরিপানো আর মাভুতা। মিরাজ ফিরেছেন তিরিপানো আর মাভুতাকে। চাকাভা হয়েছেন রান আউট।