২০০ কোটির ক্লাবে সেরা ছবি

২০০ কোটির ক্লাবে সেরা ছবি

http://lokaloy24.com/

অনলাইন ডেস্ক

প্রতিবছরই বলিউডে মুক্তি পায় অসংখ্য সিনেমা। কিন্তু করোনার কারণে গত বছর হাতেগোনা কিছু ছবি প্রেক্ষাগৃহে আসে; যার কোনো ছবিই সুপারহিট হতে পারেনি। তবে গত ৫ নভেম্বর মুক্তি পাওয়া ‘সূর্যবংশী’ দিয়ে বলিউড পুরনো ছন্দে ফিরেছে। এ ছবিটি ২০০ কোটির ক্লাবের সদস্য হয়েও সবাইকে চমকে দিয়েছে। এই ক্লাবে দ্রুত যোগ হওয়া সেরা কয়েকটি ছবি নিয়ে এ প্রতিবেদন। লিখেছেন- জাহিদ ভূঁইয়া

সঞ্জু- হাজতবাস, পুলিশের নির্যাতন, অপমান, মাদকাসক্তি, একাধিক নারীর সঙ্গে প্রেম- কোন অভিজ্ঞতা নেই সঞ্জয় দত্তের জীবনে? বলিউডের ‘ব্যাড বয়’খ্যাত এ তারকার সংগ্রাম আর চড়াই-উতরাইয়ের গল্প ‘সঞ্জু’ ছবিতে ফুটিয়ে তোলেন রাজকুমার হিরানি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেন রণবীর কাপুর। সঞ্জয়ের বাবা সুনীল দত্তের চরিত্রে পরেশ রাওয়াল, মা নার্গিসের চরিত্রে মনীষা কৈরালা, স্ত্রী মান্যতার চরিত্রে দিয়া মির্জাকে দেখা গেছে। আরও অভিনয় করেন আনুশকা শর্মা, সোনম কাপুর, টাবু, ভিকি কৌশলের মতো তারকারা। মুক্তির মাত্র ৭ দিনের মাথায় ২০০ কোটির ক্লাবে পৌঁছে ছবিটি।

সুলতান- ভারতের ‘হরিয়ানার গর্ব’ কুস্তিগির সুলতান আলী খান। তারই জীবন নিয়ে আলী আব্বাস জাফর নির্মাণ করেন ‘সুলতান’ ছবিটি। এতে নাম ভূমিকায় দেখা যায় সুপার স্টার সালমান খানকে। সিক্স প্যাক, চুলের নতুন স্টাইল আর শান দেওয়া গোঁফে চিরচেনা এ তারকাকে ভক্ত-দর্শকরা নতুনভাবে আবিষ্কার করেন। অবশ্য চরিত্রটির জন্য যেসব কঠোর নিয়মকানুন মেনে চলতে হয়েছে সালমানকে; তাতে রীতিমতো হাঁপিয়ে ওঠেন তিনি। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে আরও অভিনয় করেন আনুশকা শর্মা, রনদীপ হুদা, অমিত সাদসহ অনেকে। মুক্তির মাত্র ৭ দিনের মাথায় ২০০ কোটির ক্লাবে পৌঁছে ছবিটি।

 

বাহুবলী : দ্য কনক্লুশন- ফিল্মি দুনিয়ার সবচেয়ে দামি রহস্যটির সমাধান হয় এ সিনেমা মুক্তির পরই। সব রহস্যের উত্তর মেলে, সঙ্গে কাটাপ্পা কেন বাহুবলীকে মারল- তাও জানা যায়। ২০১৭ সালের ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে আসার পর বলিউডে একাধিক রেকর্ড ভাঙে ছবিটি। মুক্তির মাত্র ৬ দিনের মাথায় এটি ২০০ কোটির ক্লাবে পৌঁছে। এস এস রাজামৌলির পরিচালনায় এতে অভিনয় করেন প্রভাস, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রানা দাগ্গুবতী, রামাইয়া কৃষ্ণান, সত্যরাজসহ অনেকে। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এ সিরিজের প্রথম ছবি ‘বাহুবলী : দ্য বিগিনিং’। এটিও বক্স অফিসে বেশ সাড়া ফেলে।

টাইগার জিন্দা হ্যায়- সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে আলী আব্বাস জাফর পরিচালিত এ ছবিটি। এতে ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সির সুপার স্পাইয়ের চরিত্রে দেখা গেছে সুপারস্টার সালমান খানকে। আর ক্যাটরিনা কাইফ অভিনয় করেন পাকিস্তানি গুপ্তচরের ভূমিকায়। দুর্র্ধর্ষ সব অ্যাকশন ও বলিউড ভাইজানের ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে মরক্কোতে একটি চোখ ধাঁধানো দৃশ্য খুব সাবলীলভাবে গ্রহণ করেন ভক্ত-দর্শকরা। মুক্তির মাত্র ৭ দিনে ‘টাইগার জিন্দা হ্যায়’ ২০০ কোটির ক্লাবে পৌঁছে। এটি ‘এক থা টাইগার’-এর সিক্যুয়াল। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিটিতে আরও অভিনয় করেন অঙ্গদ বেদি, পরেশ রাওয়াল, গিরিশ কারনাডসহ অনেকে।

দঙ্গল- জীবনে কোনো আন্তর্জাতিক পুরস্কার পাননি। নিজের অপূর্ণ স্বপ্ন তিনি পূরণ করতে চান কন্যাদের মাধ্যমে। মেয়ে গীতা ও ববিতাকে নিজ হাতে কুস্তির প্রশিক্ষণ দেন। মেয়েরাও বাবার সম্মান রাখেন। কমনওয়েলথ গেমসে কুস্তিতে স্বর্ণ জয় করেন দুজনই। হরিয়ানার কুস্তিগির মহাবীর সিং ফোগাতের জীবনী নিয়েই ‘দঙ্গল’ ছবির গল্প। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তার দুই মেয়ের চরিত্রে দেখা যায় ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রাকে। ছবিটি নির্মাণ করেন নিতেশ তিওয়ারি। মুক্তির মাত্র ৮ দিনের মাথায় এটি ২০০ কোটির ক্লাবে পৌঁছে।

পিকে- এলিয়েন পিকে। একদিন নিজের বাহনের রিমোট হারিয়ে ফেলে সে। রিমোট খুঁজতে গিয়ে পিকের বন্ধুত্ব হয় এক টিভি সাংবাদিকের সঙ্গে। দুজনে মিলে রিমোট খুঁজতে খুঁজতেই একে একে উদ্ধার করে ধর্ম নিয়ে ব্যবসার নানা দিক। এভাবেই এগিয়ে যায় ‘পিকে’ সিনেমার গল্প। রাজকুমার হিরানির পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে আরও দেখা গেছে আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, সঞ্জয় দত্ত, বোমান ইরানি, সৌরভ শুক্লাসহ অনেককে। মুক্তির মাত্র ৯ দিনের মাথায় এটি ২০০ কোটির ক্লাবে পৌঁছে।

বজরঙ্গি ভাইজান- বাকপ্রতিবন্ধী শিশু মুন্নি; যে পাকিস্তান থেকে পরিবারের সঙ্গে চিকিৎসার জন্য ভারতে এসে হারিয়ে যায়। এর পর তার পরিবারের সন্ধান করতে গিয়েই নানা ঘটনার মুখোমুখি হতে হয় সালমান খানকে। এ নিয়ে ‘বজরঙ্গি ভাইজান’-এর গল্প। তবে এটিকে শুধু সালমান খানের ছবি বললে ভুল হবে। কারণ মুক্তির পর এর অন্য শিল্পীদের নিয়েও প্রশংসা কম হয়নি। শিশুশিল্পী হারশালি মালহোত্রা তো রীতিমতো তারকা বনে যায়। অন্যদিকে নওয়াজুদ্দিন সিদ্দিকী ছবিতে দেখিয়েছেন তার অভিনয়ের দুর্দান্ত প্রতাপ। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেন কবির খান। মুক্তির মাত্র ৯ দিনের মাথায় এটি ২০০ কোটির ক্লাবে পৌঁছে।

ধুম ৩- ২০১৩ সালের বহুল আলোচিত সিনেমা ‘ধুম ৩’। মুক্তির প্রথম দিন থেকেই এটি দেখার জন্য প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েন দর্শক। তাই তো ছবিটির ২০০ কোটির ক্লাবের পৌঁছতে সময় লেগেছে মাত্র ৯ দিন। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, জ্যাকি শ্রফসহ অনেকে। ‘ধুম’ সিরিজের প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। প্রথম ছবির সাফল্যের রেশ ধরে দুই বছর পর মুক্তি পায় সিরিজের দ্বিতীয় ছবি ‘ধুম ২’। যশ রাজ ফিল্মস প্রযোজিত প্রথম দুটি ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন সঞ্জয় গাদভি।

পদ্মাবত- চিতোরের রানি পদ্মিনীর জীবন নিয়ে নির্মিত হয়েছে ‘পদ্মাবত’ ছবিটি। নাম ভূমিকায় অভিনয় করেন বলিউডের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পদ্মিনীর স্বামী রানা রাওয়াল রতন সিং চরিত্রে শহিদ কাপুর ও সুলতান আলাউদ্দিন খিলজি চরিত্রে রণবীর সিংকে দেখা গেছে। শুরুতে ‘পদ্মাবতী’ নাম থাকলেও ভারতের সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) নির্দেশনা অনুযায়ী ‘পদ্মাবত’ নামে এটি মুক্তি পায় ২০১৮ সালে। ছবিটি পরিচালনা করেন জনপ্রিয় নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। মুক্তির মাত্র ১১ দিনের মাথায় এটি ২০০ কোটির ক্লাবে পৌঁছে।

সূর্যবংশী- করোনাকালের পর ভারতের প্রথম কোনো সিনেমা হিসেবে ২০০ কোটি ক্লাবের সদস্য হলো ‘সূর্যবংশী’। এ অর্জনের জন্য ছবিটির সময় লেগেছে মাত্র ১৫ দিন। রোহিত শেঠি পরিচালিত পুলিশ অ্যাকশন সিনেমাটি ৫ নভেম্বর মুক্তি পায়। প্রথম দিন থেকেই ছবিটি দেখতে দর্শকের ঢল নামে প্রেক্ষাগৃহে। হাউসফুল পায় সবগুলো শো। সিনেমাটি দিয়ে স্ক্রিনে ঝড় তুলেছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ জুটি। ‘টিপ টিপ বরসা পানি’ গানে নায়িকার থেকে চোখ ফেরানো দায়। অন্যদিকে নজর কেড়েছেন অতিথি চরিত্রে হাজির হওয়া অজয় দেবগন আর রণবীর সিংও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com