সংবাদ শিরোনাম :
১৮ ভারতীয় নারী-শিশুকে ভারতে ফেরত দিলো বিজিবি

১৮ ভারতীয় নারী-শিশুকে ভারতে ফেরত দিলো বিজিবি

১৮ ভারতীয় নারী-শিশুকে ভারতে ফেরত দিলো বিজিবি
১৮ ভারতীয় নারী-শিশুকে ভারতে ফেরত দিলো বিজিবি

লোকালয় ডেস্কঃ  অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশে আটক ১৮ ভারতীয় নারী ও শিশুকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠক শেষে বুধবার (০২ মে) বিকেলে তাদের ফেরত দেওয়া হয়। এদের মধ্যে চারজন নারী ও বাকীরা তাদের শিশু সন্তান।

চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুর ইউনিয়নের বেলপাড়া গ্রাম-সংলগ্ন সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারোয়ার বলেন, ৩ এপ্রিল জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর ঠুলিপাড়া গ্রামের বাসিন্দা খাদিজা খাতুন (২২) মারা যান। ৪ এপ্রিল ভারতে থাকা স্বজনেরা তার বাড়িতে আসেন। পরে খবর পেয়ে বিজিবি তাদের আটক করে।

তিনি আরো বলেন, তাদের আসার কারণ ও সঙ্গে শিশু থাকায় বিষয়টির মানবিক দিক বিবেচনা করে তাদের ফেরত পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com