লোকালয় ২৪

১৭৫ বছর ধরে ঘন্টা বাজিয়ে যাচ্ছে মূলা-বিট দিয়ে তৈরী ব্যাটারি!

১৭৫ বছর ধরে ঘন্টা বাজিয়ে যাচ্ছে মূলা-বিট দিয়ে তৈরী ব্যাটারি!

লোকালয় ডেস্কঃ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্লেয়ারনডন ল্যাবরেটরির একটি ঘণ্টা ১৭৫ বছর ধরে অবিরাম বেজে চলেছে। না, কোন কল্পকথা নয়। একেবারই সত্য ঘটনা।

‘বেজে চলেছে’ কথাটি লিখতে হচ্ছে সত্যতার খাতিরে। আসলে ঘণ্টাটি বাজার শব্দ কারো কানে পৌঁছায় না। কারণ ঘণ্টাটিকে একটি কাঁচের জারের মধ্যে রাখা রয়েছে। জারের কাছে কান নিয়ে গেলে এর কম্পন অনুভব করা যায়।

আন্তর্জাতিক গণমাধ্যম কিউরিওসিটি.কম-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ঘটনার পিছনে রয়েছে এক ‘আপাত অক্ষয় ব্যাটারি’-র কেরামতি। ১৮৪০ সাল থেকে এই ব্যাটারি বাজিয়ে চলেছে ঘণ্টাটিকে।

এই ব্যাটারিটিকে টেকনোলজির ভাষায় ‘ড্রাই পাইল’ বলা হয়। এটি বিশ্বের প্রথম কয়েকটি ইলেক্ট্রিক ব্যাটারির অন্যতম। এতে ব্যবহৃত হয়েছিল রুপা, দস্তা, গন্ধক, এমনকি, মূলা ও বিটের টুকরাও। আরও কী কী এই ব্যাটারির ভিতরে রয়েছে, তা অবশ্য জানা যায়নি।

গবেষকরা এই ব্যাটারি খুলে পরীক্ষা করতে চাইলে সরাসরি না বলে দেওয়া হয়। কারণ, বেশি ঘাঁটাঘাঁটি করলে এটি বিগড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে রহস্যের সমাধান হয়নি আজও।