সংবাদ শিরোনাম :
১৪ জুলাই পাবনা রূপপুর পারমাণবিক চুল্লির ২য় ইউনিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ জুলাই পাবনা রূপপুর পারমাণবিক চুল্লির ২য় ইউনিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ জুলাই পাবনা রূপপুর পারমাণবিক চুল্লির ২য় ইউনিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১৪ জুলাই পাবনা রূপপুর পারমাণবিক চুল্লির ২য় ইউনিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লোকালয় ডেস্কঃ পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি বসানোর কাজের উদ্বোধন হবে আগামী মাসের ১৪ই জুলাই। চুল্লির ২য় ইউনিটের পারমাণবিক কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের প্রধান কার্যালয় সূত্র এই কাজের উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশিয়ান ফেডারেশনের সহযোগিতায় ঈশ্বরদীর রূপপুরে পদ্মা নদীর তীরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর আগে গত বছরের ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি বসানোর কাজের উদ্বোধন করেন। আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশনের রীতি অনুযায়ী ওই উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক জগতে প্রবেশ করেছে।

 

প্রকল্প সূত্রে জানা গেছে, প্রথম ইউনিটের কাজ চলমান। নির্ধারিত সময় অনুযায়ী কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। একইসঙ্গে দ্বিতীয় ইউনিটের কাজ শুরু করার জন্য সকল প্রাক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এরই মধ্যেই সরকারের স্থানীয় সকল দপ্তরে কর্মব্যস্ততা শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ জুলাই স্বাক্ষরিত হয় রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি। রাশিয়ার সাথে বাংলাদেশের ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ্যাৎ এক লক্ষ এক হাজার দুইশত কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়।

 

১২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য স্থাপিত এই বিদ্যুৎকেন্দ্রের ব্যয়ের ১০ ভাগ নিজস্ব অর্থায়ন হতে এবং ১১.৩৮ বিলিয়ন মার্কিন ডলার দিবে রাশিয়া।

 

চুক্তির শর্ত অনুযায়ী ঋনের টাকা প্রদানের ১০ বছর পর হতে ৩০ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে। ২০২৭ সালের ১৫ই মার্চ হতে ঋণের প্রথম কিস্তি প্রদান শুরু হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com