ক্রাইম ডেস্কঃ নাটোরের সিংড়ায় ১৪৫৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। নাটোর র্যাব অফিসের কোম্পানি কমান্ডার মইনুল ইসলাম একথা জানিয়েছেন।
আটককৃতরা হলো, লক্ষ্মীপুরের বাবুল (৪৫) এবং দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুস সামাদ (৩৭)।
মইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল স্কোয়ারড কমান্ডার আজমল হোসেন, স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার যায়েদ শাহরিয়ারের নেতৃত্বে সিংড়া এলাকায় সোমবার ভোরে অভিযান চালায়।
এসময় স্থানীয় বাবুল ফিলিং স্টেশন এলাকা থেকে ১৪৫৫ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ফোন, চারটি সিম, একটি ট্রাক এবং ১৩৫০ টাকাসহ বাবুল ও সামাদকে আটক করা হয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Leave a Reply