লোকালয় ২৪

১৩ বছর পর নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে

১৩ বছর পর নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে

আন্তর্জাতিক ডেস্কঃ  ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্য ১৩ বছর পর আবারও পৌরসভা নির্বাচনের সাক্ষী হতে চলেছে। তবে রাজ্যের অন্যতম দুই দল ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমেক্রেটিক পার্টি ইতোমধ্যে এই নির্বাচন বয়কট করেছে। রাজ্যের পৌরসভাগুলোর ১১০০টি ওয়ার্ডের ৪২২টিতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ নির্বাচনে রয়েছে লাদাখ, জম্মু ও পিরঞ্জল কেন্দ্র থেকে ২৬টি আসন। এ ছাড়া কাশ্মীর থেকে ১৪৯টি আসন। নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা দুই হাজার ৯৯০ জন।

এবারের পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে মোট চার দফায়। চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। সকাল ৭টায় নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

যদিও এরই মধ্যে ২৪০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছেন। যাদের বেশিরভাগই কাশ্মীরের বাসিন্দা।

বিজেপি জানিয়েছে, কাশ্মীরের সাতটি পৌরসভা কমিটির ক্ষমতায় এসেছে তারা। তাদের ৭৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হয়ে গিয়েছেন।