লোকালয় ২৪

১০ বছর ফিফা ব্যালন ডি অর শর্টলিস্টে নেই মেসি-রোনালদো

১০ বছর ফিফা ব্যালন ডি অর শর্টলিস্টে নেই মেসি-রোনালদো

খেলাধুলা ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপ চলছে । মেসি-রোনালদো দুজনই ছিটকে গেছেন নকআউট পর্ব থেকে। সিআর-সেভেন নিজের নামের সুবিচার করতে পারলেও, মেসি তা পারেননি। ৪ ম্যাচে ৪ গোল দিয়েছেন রোনালদো। আর মেসির সংগ্রহ ৪ ম্যাচে ১ গোল।

তবে এবার বর্ষসেরার দৌড়ে দেখা যাবে নতুন নাম। মেসি-রোনালদোর যুগ শেষ হতে চলেছে তবে। নেইমারও থাকতে পারতেন প্রতিযোগিতায়। তবে ইনজুরির কবলে পড়ে তা আর হলো না। মেসি-রোনালদোকে পেছনে ফেলে এবার ব্যালন ডি’অর হাতে উঠবে নতুন কারো হাতে। এ নতুন কেউ কারা?

অ্যাডেন হ্যাজার্ড (বেলজিয়াম)

বেলজিয়ামের মাঝমাঠের প্রাণভোমরা অ্যাডেন হ্যাজার্ড। রেড ডেভিলরা রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছেন কোয়ার্টারে ব্রাজিলকে হারিয়ে। সেমিফাইনাল পর্যন্ত আসতে হ্যাজার্ড সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে রেখেছেন গুরত্বপূর্ণ অবদান। চার ম্যাচে মাঠে ছিলেন ৩৩৮ মিনিট। গোল করেছেন দুটি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। এ ছাড়া জাতীয় দলের জার্সি গায়ে ২৪ বার জালে বল জড়িয়েছেন হ্যাজার্ড। এবার ফিফা বর্ষ সেরার দৌড়ে প্রথমে আছেন চেলসিতে খেলা এ তারকা।

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

শেষ ষোলোতে আর্জেন্টিনাকে এমবাপ্পে একাই শেষ করে দিয়েছিলেন। দুই গোল করে মেসিদের গ্রুপ পর্ব থেকেই ছিটকে দেন। রাশিয়া বিশ্বকাপে ৫ ম্যাচে মাঠে ছিলেন ৩৫৪ মিনিট। গোল করেছেন ৩টি। প্রতিপক্ষের ডি বক্সের সামনে যেকোনো মুহুর্তে ভয়ংকর হয়ে উঠতে পারেন পিএসজিতে খেলা ফরাসি এ তারকা। ফিফা বর্ষসেরার দৌড়ে কিলিয়ান এমবাপ্পে আছেন হ্যাজার্ডের পরেই।

হ্যারি ক্যান (ইংল্যান্ড)

হ্যারি ক্যান এখন পর্যন্ত রাশিয়া বিশ্বকাপের সর্বোচ্চ গোল দাতা। ৫ ম্যাচে করেছেন ৬ গোল। পানামার বিপক্ষে হ্যাটট্রিকও করেছেন ব্রিটিশ এ ফরোয়ার্ড। তার হাতেই যে রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বুট উঠবে এটা এখন পর্যন্ত অনুমান করা যায়। কারণ এই তারকার হাতে রয়েছে এখনো দুই ম্যাচ।