লোকালয় ২৪

১০ তরুণ-তরুণী আটক, মাদক বিক্রির ভয়ঙ্কর সিন্ডিকেট।

১০ তরুণ-তরুণী আটক, মাদক বিক্রির ভয়ঙ্কর সিন্ডিকে

 

লোকালয় ডেস্কঃ রাজধানীর বনানী, উত্তরা, বনশ্রী ও খিলগাঁও থেকে ক্রিস্টাল মেথ (আইস) সেবন ও বিক্রির অভিযোগে ১০ তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

 

তারা হলেন রুবায়াত (৩২), মোঃ রোহিত হোসেন (২৭), মাসুম হান্নান (৪৯), মোঃ আমান উল্লাহ (৩০), মোহাইমিনুল ইসলাম ইভান (২৯), মুসা উইল বাবর (৩৯), সৈয়দা আনিকা জামান ওরফে অর্পিতা জামান (৩০), লায়লা আফরোজ প্রয়া (২৬) , তানজীম আলী শাহ ও মো হাসিবুল ইসলাম (২২)। তাদের কাছ থেকে পাঁচ শ’ গ্রাম আইস ও পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

তেজগাঁও এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রহমান এ তথ্য জানান।

 

তিনি বলেন, দশ সদস্যের এ দলটির প্রত্যেক সদস্যই ধনাঢ্য পরিবারের সন্তান। কেউ কেউ বিদেশ থেকে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরেছেন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানাচ্ছে, পাঁচ শ’ গ্রাম আইস থেকে এক লাখ ইয়াবা তৈরি করা সম্ভব। গতকাল শুক্রবার বিকেল থেকে আজ শনিবার ভোর ৪টা পর্যন্ত অধিদফতর এই অভিযান চালায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলাদাভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আটটি মামলা করবে।