সংবাদ শিরোনাম :
১টা বাজলেই ছুটির ঘন্টা বেজে উঠে জেকে স্কুলে!

১টা বাজলেই ছুটির ঘন্টা বেজে উঠে জেকে স্কুলে!

হবিগঞ্জ প্রতিনিধি ॥ শহরের শায়েস্তানগরে জেকে এন্ড এইচকে হাই স্কুল ছুটির নিয়ম চারটায় থাকলেও দুপুর ১টা বাজলেই ছুটির ঘন্টা বেজে উঠার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি না থাকাসহ বিভিন্ন সেচ্ছাছারিতার অভিযোগও রয়েছে। রবিবার দুপুর ১টায় সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুলের সকল শিক্ষার্থীরা স্কুল থেকে বের হয়ে যাচ্ছে। কেন তারা স্কুল থেকে বেড় হয়ে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে অনেক শিক্ষার্থীরা জানান ‘স্কুল ছুটি হয়ে গেছে’। তবে কেন দুপুর ১টায়ই স্কুল ছুটি হয়ে গেছে তার কারণ জানে না অনেক শিক্ষার্থীই। শিক্ষার্থীরা বলে স্কুল ছুটি হয়ে গেছে, কিন্তু কেন দিয়েছে আমরা জানি না। নাম প্রকাশ না করার শর্তে স্কুলের এক শিক্ষক জানান, স্কুলের সহকারি শিক্ষিকা শফিকুন্নেছার এক আত্মিয়ের বিয়ে। স্কুলের সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিরা বিয়েতে চুনারুঘাট যাবেন। তাই স্কুল ছুটি দিয়ে দেয়া হয়েছে। এমন কথায় চোখ কপালে উঠেছে অনেক অভিভাবকের। তাদের প্রশ্ন-বিয়েতে যাওয়ার জন্য স্কুল ছুটি দেয়া কোন দবায়িত্বশীল প্রতিষ্ঠানের প্রধানদের কাজ হতে পারে না। তবে শুধু রবিবারই নয়, প্রায়ই বিভিন্ন অযুহাতে স্কুলে নির্ধারিত সময়ের আগেই ছুটি দেয়া হয় বলেও অভিযোগ রয়েছে ব্যপক। তাছাড়া জেকে এন্ড এইচকে হাই স্কুলে নেই কোন ম্যানেজিং কমিটি। গত ডিসেম্বর মাসে ২০১৭ সালের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও জানুয়ারিতে নতুন কমিটি দেয়ার কথা। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছেন না। এমনকি অস্থায়ী কোন ম্যানেজিং কমিটিও দেয়া হয়নি। নিজেদের খেয়াল খুশি মতই চালানো হচ্ছে স্কুলটি। কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, স্কুল কর্তৃপক্ষের বিভিন্ন সেচ্ছাচারিতার কারণে হুমকির মূখে পড়েছে ওই প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীর। সেই সাথে সুনাম হারাচ্ছে ঐতিহ্যবাহি এই প্রতিষ্ঠানটি। কয়েকজন শিক্ষার্থী জানান, প্রায়ই আমাদের টিফিন টাইমে অথবা আড়াইটা থেকে ৩টার দিকে ছুটি দিয়ে দেয়া হয়। তাছাড়া নিয়মিত ক্লাসও হয় না। ফলে আমরা অন্য স্কুলের শিক্ষার্থীদের থেকে অনেক পিছিয়ে পড়েছি। এ ব্যাপারে প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম চৌধুরী বলেন, বর্তমানে স্কুলের ফরম পুরণ চলছে। তাছাড়া ২৬ মার্চ উপলক্ষে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। এই কাজগুলো সম্পাদনসহ মিটিং সংক্রান্ত বিষয়ের কারনে আমরা স্কুল ছুটি দিয়ে দিয়েছি। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জিয়া উদ্দিন বলেন, সঠিক সময়ে স্কুল ছুটি দিতে হবে। নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি দেয়ার কোন নিয়ম নেই। তবে কোন বিশেষ দিবস হলে ছুটি দেয়া যেতে পারে। তিনি আরো বলেন-আমি বিষয়টি ক্ষতিয়ে দেখব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com