লোকালয় ২৪

হ‌বিগ‌ঞ্জে সা‌লিস বৈঠ‌কে হামলা, তরুণ নিহত

http://lokaloy24.com/

লাশ
প্রতীকী ছবি

পু‌লিশ ও এলাকাবাসী সূ‌ত্রে জানা ‌গে‌ছে, বানিয়াচং উপজেলার পূর্বপুকড়া গ্রা‌মের মন্নর মিয়া ও মাজদ আলীর ম‌ধ্যে নানান বিষয় নি‌য়ে বি‌রোধ চ‌লে আস‌ছিল। শ‌নিবার দুপুরে গ্রা‌মের মৎস‌্যজীবী স‌মি‌তির হিসাব নি‌য়ে একটি সালিস বৈঠক ব‌সে। এ সময় হিসাব নি‌য়ে মন্নর মিয়ার স‌ঙ্গে কথা–কাটাকা‌টি হয় মাজদ মিয়ার ছে‌লে ইউনুছ আলীর (২২)। একপর্যা‌য়ে প্রতিপক্ষের লোকজন বল্ল‌ম দি‌য়ে ইউনুছ আলীর বু‌কে আঘাত ক‌রেন।

ছে‌লে‌কে বাঁচা‌তে মা মিনারা বেগম এগিয়ে গেলে তাঁকেও বল্লম দিয়ে আঘাত ক‌রা হয়। সংঘর্ষ থামা‌তে গি‌য়ে আহত হন আরও চার থে‌কে পাঁচজন। ইউনুছ আলী‌কে গুরুতর অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয‌্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতা‌লে নি‌য়ে গেলে দা‌য়িত্বরত চি‌কিৎসক তাঁকে মৃত ঘোষণা ক‌রেন। গুরুতর আহত মিনারা বেগমকে সি‌লেট এম এ জি ওসমানী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেছে।

বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়ন প‌রিষ‌দের (ইউপি) চেয়ারম‌্যান আনোয়ার হো‌সেন বলেন, গ্রা‌মের দু‌টি প‌ক্ষের ম‌ধ্যে দীর্ঘ‌দিন ধ‌রে নানা বিষয় নি‌য়ে বি‌রোধ চ‌লছিল। মৎস‌্যজীবী স‌মি‌তির টাকার হি‌সাব নি‌য়ে ‌বি‌রোধে ওই তরুণের প্রাণহানি হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হো‌সেন জানান, স‌মি‌তির হিসাব নি‌য়ে সালিস বৈঠকে কথা–কাটাকা‌টি থে‌কে দুই প‌ক্ষের ম‌ধ্যে বি‌রোধ দেখা দেয়। এ সময় প্রতিপক্ষের বল্ল‌মের আঘাতে ইউনুছ প্রাণ হারান। এ ঘটনায় নিহ‌ত তরুণের মাসহ আহত হন আরও চার–পাঁচজন। নিহত তরুণের লাশের সুরতহাল সম্পাদন ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য হবিগঞ্জ ২৫০ শয‌্যাবিশিষ্ট হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে। এখ‌নো মামলা হয়‌নি। ত‌বে প্রস্তু‌তি চল‌ছে।