সংবাদ শিরোনাম :
হেলমেট বিতর্কের পর এবার হেঁটেই অফিসে গেলেন পলক

হেলমেট বিতর্কের পর এবার হেঁটেই অফিসে গেলেন পলক

হেলমেট বিতর্কের পর এবার হেঁটেই অফিসে গেলেন পলক
হেলমেট বিতর্কের পর এবার হেঁটেই অফিসে গেলেন পলক

লোকালয় ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হেলমেট ছাড়া এক মোটর সাইকেল চালকের মোটরসাইকেলে চড়ে সমালোচিত হওয়ার পর বৃহস্পতিবার হেঁটে অফিসে যান।

যানজটের কারণে অফিস যেতে দেরি হওয়ায় বৃহস্পতিবার কিছুটা পথ হেঁটেই অফিসে যান প্রতিমন্ত্রী। আগারগাঁওয়ে মেট্রো রেলের কাজ চলায় রাস্তায় যানজট ছিলো। ফলে আইডিবি ভবনের সামনে গাড়ি থেকে নেমে হেঁটে আইসিটি ভবনে তার কার্যালয়ে যান পলক।

প্রতিমন্ত্রীর এপিএস নাজমুল হক বকুল নিজের ফেসবুকে পলকের হেঁটে অফিসে যাওয়ার সেই ভিডিওটি ও ছবি প্রকাশ করেছেন। বকুলের প্রকাশ করা ছবি ও ভিডিও আবার নিজের ভেরিফায়েড পেজে শেয়ার করেছেন জুনাইদ আহমেদ পলক।

ছবি ও ভিডিও শেয়ার দিয়ে প্রতিমন্ত্রীর এপিএস নাজমুল হক বকুল লিখেছেন, ‘কী বলছিলেন যেন? শো-অফ? স্ট্যান্টবাজি? হ্যাঁ, আপনার কাছে যেটা শো-অফ কিংবা পলিটিক্যাল স্ট্যান্টবাজি আমাদের জন্য সেটা রেগুলার লাইফস্টাইল। গাড়িতে হেলমেট নিয়ে ঘুরার কথা না, জরুরি ভিত্তিতে সময় বাঁচাতে মোটরসাইকেলে লিফট নিলে এক্সট্রা হেলমেট নাও পাওয়া যেতে পারে। সমালোচনার করার জন্য আপনাদের একটা হেলমেটবিহীন ছবিই যথেষ্ট, যদিও ফিরতি পথে তিনি ঠিকই হেলমেট জোগাড় করে পরেছিলেন। সেটা আপনাদের কাছে বিবেচ্য নয়।’

এর আগে গত মঙ্গলবার যানজটের কারণে অফিস যেতে দেরি হওয়ায় এক পথচারীর মোটর সাইকেলে চড়ে আগারগাঁওয়ে নিজের অফিসে গিয়েছিলেন জুনাইদ আহমেদ পলক। ওই দিন হেলমেট না পরায় বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাকে। পরে এ ঘটনায় তিনি নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com