লোকালয় ২৪

হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেন ট্রাম্প

হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক– হুয়াওয়ের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্প। এখন থেকে যুক্তরাষ্ট্রের সকল কোম্পানি হুয়াওয়ের সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে পারবে।

বিবিসির খবরে বলা হয়েছে, জাপানে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে অংশ নিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। শনিবার ওই বৈঠকের পরে এসব তথ্য জানান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তাঁর দেশ চীনা পণ্যের ওপর যে ৩০০ বিলিয়ন ডলার শুল্ক বসানোর পরিকল্পনা করেছিল, তা থেকে সরে আসবে। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো হুয়াওয়ের কাছে পণ্য বিক্রি অব্যাহত রাখতে পারবে। তিনি আরও বলেন, ‘আপাতত’ তিনি বেইজিংয়ের সঙ্গে সমঝোতা করতে চাইছেন।

চীনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র বাণিজ্যসংক্রান্ত বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। পরে তা ‘বাণিজ্যযুদ্ধে’ রূপ নেয়। এই রেষারেষির জের ধরে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।