বেনাপোল প্রতিনিধি : ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার সকাল ১০টার সময় নো-ম্যান্সল্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩ লক্ষ হুন্ডির টাকাসহ কালু মন্ডল (৩০ ) নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভারকে আটক করেছে। সে ভারতের উত্তর চব্বিশ পরগঁনার গোপাল নগর থানা সাতবাড়িয়া গ্রামের আবু তাহের মন্ডলের ছেলে ।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আমজাদ হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে নো-ম্যান্সল্যান্ড এলাকা দিয়ে এক ট্রাক ড্রাইভার হুন্ডি টাকা নিয়ে বাংলাদেশের দিকে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে নো-ম্যান্সল্যান্ড এলাকায় তাকে আটক করতে গেলে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে পরে তাকে ধরে এনে তার দেহ তল্লাশি করে ৩লক্ষ হুন্ডির টাকা পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হহয়েছে ।
Leave a Reply