লোকালয় ২৪

হিলিতে প্রবেশের অপেক্ষায় ৬৫ ট্রাক বোঝাই পেঁয়াজ

হিলিতে প্রবেশের অপেক্ষায় ৬৫ ট্রাক বোঝাই পেঁয়াজ

প্রবেশের অপেক্ষায় হিলি স্থলবন্দরে ভারতের অভ্যন্তরে আটকে থাকা ৬৫টি পেঁয়াজ বোঝাই ট্রাক। তাই ছুটির দিনেও খোলা রাখা হয়েছে হিলি বন্দরের সকল কার্যক্রম।

শুক্রবার সকাল ১১টার পর থেকেই পেঁয়াজগুলো বন্দরে প্রবেশের কথা রয়েছে। গতকাল রাতে এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে ভারতের ব্যবসায়ীরা। এর পেরিপ্রক্ষিতে আজ শুক্রবারেও হিলি স্থলবন্দর খোলা রাখা হয়েছে।

ব্যবসায়ীরা জানান, দুর্গাপূজার বন্ধের সময় দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে নির্ধারিত মূল্যে প্রচুর পরিমাণ পেঁয়াজের এলসি করেছিলো বন্দরের ব্যবসায়ীরা। হঠাৎ করে গেল রোববার ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় ভারতের অভ্যন্তরে আটকে যায় ২৮ ই সেপ্টেম্বরের পুরনো এলসি করা ৬৫ টি পেঁয়াজ বোঝাই ট্রাক।

শুক্রবার সকাল থেকে সেই পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। যা বন্দরে প্রবেশ করলে পেঁয়াজের বাজার যেমন স্বাভাবিক হবে তেমনি আমরাও ক্ষতির হাত থেকে বাঁচব। ৬৫ টি ট্রাকে ১৫শ মেট্রিক টন পেয়াঁজ আমদানি হবে।