লোকালয় ২৪

হিরো আলমের সংসদ নির্বাচন খবর এবার ঝড় তুলেছে ভারতেও

হিরো আলমের সংসদ নির্বাচন খবর এবার ঝড় তুলেছে ভারতেও

লোকালয় ডেস্কঃ হিরো আলমের সংসদ নির্বাচন খবর এবার ঝড় তুলেছে ভারতেও। বিবিসি বাংলা, ইন্ডিয়া টাইমস ভারতসহ বাংলাদেশের প্রায় সবগুলো অনলাইন গনমাধ্যম জুড়ে এখন আলোচনা হিরো আলমকে নিয়ে। বর্তমানে দেশের গনমাধ্যমগুলোতে শিরোনামে রয়েছে বর্তমান সময়ে আলোচিত আশরাফুল হোসেন আলম খ্যাত নবাগত বলিউড অভিনেতা ‘হিরো আলম’।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনের প্রার্থী হতে যাচ্ছেন তিনি। ফলে বাংলাদেশ ও ভারতীয় গনমাধ্যমে হিরো আলমের সাথে সাথে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধিন জাতীয় পার্টি এসেছে ব্যাপক আলোচনায়। লাঙ্গল প্রতীক নিয়ে এবার নির্বাচন করতে চান ভাইরাল এই হিরো।

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে গিয়ে বগুড়া-৪ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম।

বৃহস্পতিবার রাতে  তিনি বলেন, আমি মনোনয়নপত্র হারাইনি। মারাও যাইনি। নির্বাচনের সিদ্ধান্তে অটল আছি। লাঙ্গল মার্কা আমার পছন্দের। এজন্য জাতীয় পার্টির মনোনয়নপত্র নিয়েছি এবং জমাও দিয়েছি। গনমাধ্যম আমাকে হিরো বানিয়েছে, মানুষের কাছে তুলে ধরেছে। কোটি কোটি মানুষের ভালোবাসা আছে আমার সাথে। আমার বিরুদ্ধে মিথ্যাচার চলছে। এসবে কেউ কান দিবেন না। আমার চেহারা খারাপ, ধন-সম্পদ নেই। কয়েকটি অনলাইন পত্রিকা যা ইচ্ছে তাই লিখছে। ওদের মাঝে সত্যের আলো নেই।