লোকালয় ২৪

হাসপাতাল থেকে নেতাকর্মীদের বের করে দিয়েছে পুলিশ

হাসপাতাল থেকে নেতাকর্মীদের বের করে দিয়েছে পুলিশ

লোকালয় ডেস্কঃ চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়ার পর তার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের হাসপাতাল থেকে বের করে দেয় পুলিশ। এই প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন বলেন, ‘হাসপাতালে রোগীদের নিরাপত্তার স্বার্থে বিএনপির নেতাকর্মীদের বের করে দেওয়া হয়েছে।’

শনিবার (৬ অক্টোবর) বেলা ৩ টা ৪১ মিনিটে খালেদা জিয়াকে হাসপাতালে আনা হয়। এ সময় তার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। ৫-৭ মিনিট পরে তাদের বিএসএমএমইউ-এর পূর্ব দিকের গেট দিয়ে বের করে দেওয়া হয়।

জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান বলেন, ‘আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। কতদিন আমরা নেত্রীকে দেখি না। তাই আমরা তাকে দেখতে এসেছি।  কিন্তু পুলিশ আমাদের বের করে দিয়েছে।’

প্রসঙ্গত, এর আগে  চিকিৎসার জন্য গত ৭ এপ্রিল খালেদা জিয়াকে বিএসএমএমইউতে আনা হয়েছিল।