লোকালয় ২৪

হাতীবান্ধায় চাঁদা না দেয়ায় ডাক্তারের উপর হামলার অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাঁদার টাকা না দেয়ায় রোকনুজ্জামান লিখন (৩৫) নামে এক হোমিওপ্যাথিক ডাক্তারকে বেধরক মারপিটের অভিযোগ উঠেছে।  গত বুধবার রাতে ওই উপজেলার ভোটমারী এলাকায় লিখনের নিজ দোকানে এ ঘটনা ঘটে।
মামলার বিবরণে জানা গেছে, বেশ কিছুদিন পূর্ব হইতে ওই এলাকার ছাদিকুল ইসলাম, বুলবুল, রাকিবুল ইসলাম, ডাবলু, রাব্বিসহ কয়েকজন ডাক্তার রোকনুজ্জামান লিখনের দোকানে এসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু ডাক্তার লিখন ওই চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গত বুধবার রাতে ছাদিকুল ইসলামসহ অন্যরা স্বসস্ত্র অবস্থায় লিখনের দোকানে এসে ঔষধপত্রসহ যাবতীয় জিনিসপত্র ভাংচুর করে। তারা ডাক্তার রোকনুজ্জামান লিখন, আরিফ ও নুরুজ্জামানকে বেধরক মারপিট করে। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।