হাইওয়ে পুলিশের বিরুদ্ধে সতর্ক অবস্থানের অন্তরালে আটক বাণিজ্যর অন্তহীন অভিযোগ

হাইওয়ে পুলিশের বিরুদ্ধে সতর্ক অবস্থানের অন্তরালে আটক বাণিজ্যর অন্তহীন অভিযোগ

হাইওয়ে পুলিশের বিরুদ্ধে সতর্ক অবস্থানের অন্তরালে আটক বাণিজ্যর অন্তহীন অভিযোগ
হাইওয়ে পুলিশের বিরুদ্ধে সতর্ক অবস্থানের অন্তরালে আটক বাণিজ্যর অন্তহীন অভিযোগ

আজিজুল হক সানু: মহাসড়কে দূর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা হয়েছে ধীর গতির যানবাহন সিএনজি অটোরিক্সা, ইজিবাইককে। তাই এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেয় হাইওয়ে থানা পুলিশ। সড়কের বিভিন্ন পয়েন্টে বসানো হয় চেক পোষ্ট। ওইসব চেক পোষ্টে সিএনজি অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহন ও চালকদের বৈধ কাগজপত্র যাচাই-বাচাইয়ে তৎপরতার অন্তরালে বাণিজ্যিকতার সুবিদাজনক অবস্থান বেচে নেয়ারও অভিযোগ উঠেছে। হাইওয়ে পুলিশের আটক বাণিজ্যি এবং হয়রানীতে অতিষ্ট শ্রমিকরা দিশেহারা হয়ে পড়েছে। সড়কের উপর প্রকাশ্য চাঁদাবাজি নতুন এমন কিছু নয় বলে অনেকই মন্তব্য করেছেন। সায়েস্তাগনজ হাইওয়ে থানায় সরজমিনকালে কয়েকজন চালক ও মালিকের মুখে এবং বাস্তব চিত্রে হয়রানী, বাণিজ্যর ঘটনা অবলোকন করা হয়। অসংখ্য জটিলতার অভিযোগে আটক সিএনজিটি ছাড়িয়ে নিতে অপেক্ষা করছেন মালিকপক্ষ। ওসি’র আইনি আগুনি কথায় কেহ কাছে যেতে সাহস পাননি। ঘন্টাকানেক পর এক লোক আসে আটক সিএনজি মালিকের নিকট। এর কিছুক্ষন পরই দেখা গেল সিএনজর লোকজন একে একে চলে যাচ্ছে। এগিয়ে চলে যাওয়ার বিষয় জানতে চাইলে তারা বলল, ভাই বলে কি করব, আগুনে পানি পড়ছে ৮ হাজার টাকা দিয়ে কোন রকম মাপ পাইলাম। অথচ, যে অভিযোগে গাড়ীটি আটক করা হয়েছিল, সেই অভিযোগ টাকার কাছে তুলে দিল কারা? ওইসব আচরনে আসলে কে দায়ী নিয়ে চলছে পুরোসমালোচনা। এছাড়া বহু অভিযোগ হাইওয়ে পুলিশের উপর রয়েছে। ওইসব অভিযোগ নিয়ে শ্রমিকদের মাঝে ক্রমেই ক্ষোভ বাড়ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com