সাগর হোসেন ফিরোজ, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার (১১ নভেম্বর) সকালে এ উপলক্ষে হরিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয়ে কেক কেটে এক বিশাল র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরে আসে।
এরপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম এর’সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, সাধারন সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, সাবেক সম্পাদক ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস এম আলমগীর, আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, যুবলীগ সম্পাদক আমজাদ আলী, ছাত্রলীগ সভাপতি সুব্রত ভৌমিক মিলন,সম্পাদক ইউসুফ আলী, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী সাবিনা ইয়াসমিন রিপা, উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ রিয়াজুল ইসলাম সরকার, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সম্পাদক মোমিনুল ইসলাম এডিসন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবর রহমানসহ উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।