সংবাদ শিরোনাম :
হযরত শাহজালালের মাজারে ‘লাকড়ি তোড়া’ উৎসব ১১ জুলাই

হযরত শাহজালালের মাজারে ‘লাকড়ি তোড়া’ উৎসব ১১ জুলাই

সিলেটে অবস্থিত হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ।

সিলেট প্রতিনিধি: হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে বার্ষিক উরস উপলক্ষে প্রায় ৭০০ বছর ধরে প্রচলিত লৌকিক উৎসব ‘লাকড়ি তোড়া’ (ওরসের রান্নার জ্বালানী কাঠ সংগ্রহ) ১১ জুলাই অনুষ্ঠিত হবে। দরগাহের বার্ষিক ওরসের তিন সপ্তাহ আগে লাকড়ি সংগ্রহের এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দরগাহ কমিটি সূত্র জানায়, লাকড়ি তোড়া উৎসবে দরগাহ থেকে প্রায় চার কিলোমিটার দূরে লাক্কাতুরা ও মালনিছড়া চা-বাগানের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি টিলার জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করা হবে। এই দিন সকাল থেকে হযরত শাহজালাল (রহ.) ভক্তরা দরগাহ শরীফে সমবেত হয়ে জোহরের নামাজের পরে মিছিল সহকারে সেখানে যাবেন।

এ সময় সেখানে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পর লাকড়ি নিয়ে পুনরায় দরগাহ শরীফে ফিরে আসবেন।

দরগাহের মোতাওয়ালি ফতেহ উল্লাহ আল আমান লাকড়ি তোড়া উৎসবে ভক্তদের শান্তিপূর্ণভাবে ও আদবের সঙ্গে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com