লোকালয় ২৪

হবিগঞ্জ-১ অাসনে ১২ প্রর্থীর মধ্যে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

হবিগঞ্জ-১ অাসনে ১২ প্রর্থীর মধ্যে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) অাসনে ১২ প্রার্থীর মধ্যে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রোববার বিভিন্ন সময়ে তাদের  মনোনয়ন পত্রে বিভিন্ন ত্রুটি থাকার কারনে তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়।

এদিকে ঋণখেলাপির অভিযোগে গণফোরাম মনোনীত প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড বিভাগ থেকে ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ তার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।

এ সময় একই আসনে হলফনামায় স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর মনোনয়নপত্রও বাতিল করা হয়।

এ আসনে আরও চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, ইসলামী ফ্রন্টের জুবায়ের আহমেদ, ইসলামিক ফ্রন্টের বদরুররেজা রেজা সেলিম ও ইসলামী আন্দোলনের আবু হানিফ আহমদ হোসেন। তারা মনোনয়নপত্রে নানা ত্রুটি করেছেন বলে জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সহকারী কমিশনার বেলায়েত হোসেন।

গত বুধবার গণফোরাম থেকে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার সন্তান হেভিওয়েট প্রার্থী রেজা কিবরিয়া।

এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। উভয় প্রার্থীকে নিয়েই এলাকায় ছিল ব্যাপক আলোচনা।