স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার অবহেলায় সুহেলা আক্তার (১৪) নামের এক বিষাক্রান্ত মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। সে মার্কুলীর পার্শবর্তী জগন্নাথপুর উপজেলার শ্রীরাইল গ্রামের তোফায়েল মিয়ার কন্যা। এক ঘটনা নিয়ে হাসপাতালে স্বজনদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। গতকাল সোমবার সকালে সুহেলা পারিবারিক কলহের জের ধরে সে বিষপান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তাকে সময়মতো ওয়াশ না করে ওয়ার্ডে প্রেরণ করা হয়। সেখানে যাওয়ার পর তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। সে মাদরাসায় ৮ম শ্রেণিতে পড়তো বলে জানা গেছে।