হবিগঞ্জ সদর মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হককে মৌলভীবাজার মডেল থানায় বদলি করা হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। ইতোপূর্বে তিনি বড়লেখা থানার ওসি ছিলেন। এদিকে ওসি মো. ইয়াছিনুল হকের স্থলাভিষিক্ত করা হয়েছে জুড়ী থানার ওসি জাহাঙ্গীর সরদারকে। নতুন ওসি জাহাঙ্গীর সরদার গতকাল শুক্রবার বড়লেখা থানায় যোগদান করেন বলে থানা পুলিশ সূত্র জানিয়েছে। ওসি ইয়াসিনুল হক শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ও বড়লেখা থানায় সুনামের সাথে দায়িত্ব পালণ করেছেন। মৌলভীবাজার জেলার
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেনকে জেলা পুলিশের লাইন ওআর-এ বদলি করা হয়েছে।