লোকালয় ২৪

হবিগঞ্জ শহরে পুলিশ এর সামনে বাসা দখল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিকেজিসি স্কুল সংলগ্ন পুলিশের সামনে এক ব্যক্তির বাসা দখলের


অভিযোগ উঠেছে। এদিকে পুলিশ ৭জনকে আটক করেছে।

lokaloy24.com

lokaloy24.com

কিন্তু রহিম বাসাটি বিক্রি করতে না চাইলে সে তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দেন বাসার মালিক আব্দুর রহিমের উপর। এদিকে আব্দুর রহিম বয়স্ক হওয়ায় বাসাটি দেখাশুনা করার জন্য তার নিকটতম আত্মীয় ঠিকাদার মহিবুল ইসলাম শাহীনকে আমোক্তার নামা হিসেবে দায়িত্ব দেন। প্রায় একমাস ধরে ঐ বাসায় শাহীনের মাধ্যমে সংষ্কার কাজ করা হচ্ছে। গতকাল দুপুরে কাজ করা অবস্থায় সৈয়দ মাহবুবের নির্দেশে মোঃ আলমগীরের নেতৃত্বে বহু অপকর্মের হোতা সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের যমুনাবাদ গ্রামের মৃত মর্তুজের পরিবার ও তার লোকজন ঐ বাসা দখলের চেষ্টা চালায়। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে কোন কিছু না বলে ঐ বাসার কেয়ারটেকার আরজু মিয়া, শ্রমিক সোহেল, মোশাহিদসহ ৭জনকে আটক করে থানায় নিয়ে যায়। এই সুযোগে আলমগীর ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাসা দখল করার জন্য প্রবেশ করে। এ ব্যাপারে মহিবুল ইসলাম শাহীন জানান, আমি প্রায় একমাস ধরে শান্তি সৃশংখলাভাবে বাসার কাজ করেতেছি। কিন্তু পুলিশ এসে আমার বাসার শ্রমিকদের ধরে নিয়ে যায় এবং দুস্কৃতিকারী লোকজনকে সুযোগ করে দেয় এবং দুস্কৃতিকারী বাসার দেয়াল ভাংচুর করে ঘরে থাকা জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এদিকে স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিন যাবত আব্দুর রহিম পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন ঐ বাসায়। কিন্তু হবিগঞ্জে এরকম বাসা দখলের ঘটনা দেখে আমরা হতবাক। সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, কোর্টের আদেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাকে পেয়েছে তাকেই আটক করা হয়েছে। তবে পরে কেউ বাসা দখল করে থাকে তা আমার জানা নেই।