হবিগঞ্জ ব্যকসের ২১ সেপ্টেম্বর নির্বাচন স্থগিত

হবিগঞ্জ ব্যকসের ২১ সেপ্টেম্বর নির্বাচন স্থগিত

হবিগঞ্জ ব্যকসের ২১ সেপ্টেম্বর নির্বাচন স্থগিত
হবিগঞ্জ ব্যকসের ২১ সেপ্টেম্বর নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) এর নির্বাচনকে সামনে রেখে আদালতে স্বত্ব মোকদ্দমা দায়ের করা হয়েছে। আদালত ২১ সেপ্টেম্বর নির্বাচন স্থগিত করে ৭ দিনের ভিতরে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন।

সিনিয়র সহকারী জজ আদালত, হবিগঞ্জ -এ ১৫০/১৯ ইং মামলাটি দায়ের করেন হাজী আব্দুর রহমান তালুকদার গং।

মামলায় বিবাদীরা হল, আলহাজ্ব মোঃ মর্তুজ ইমতিয়াজ (প্রধান নির্বাচন কমিশনার), আলহাজ মহিবুর রহমান (নির্বাচন কমিশনার), আব্দুল ওয়াদুদ (নির্বাচন কমিশনার), সামছুজ্জামান চৌধুরী, আব্দুল কাদির লিটন।

মামলায় উল্লেখ করা হয়েছে, বিবাদীগণের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন ভূয়া ভোটার তালিকা দ্বারা যাতে করে আগামী ২১/০৯/১৯ ইং তারিখে নির্বাচন অনুষ্ঠান করতে না পারে সে জন্য আলহাজ্ব মোঃ মর্তুজ ইমতিয়াজ ও আব্দুল কাদির লিটন বিবাদীদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করলে আদালত উল্লেখিতদের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হইবে না মর্মে নোটিশ প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বিবাদীগণকে নির্দেশ প্রদান করেন।

এছাড়াও আপত্তি দাখিল না করা পর্যন্ত বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com