লোকালয় ২৪

হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের প্রাণি বিদ্যা বিভাগের রজত জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের প্রাণি বিদ্যা বিভাগের রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসে প্রাঙ্গণে শিক্ষার্থীদের মিলন মেলার আয়োজন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক কাওছার আহমেদ রুমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারী বৃন্দাবন কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম ভূইয়া, ব্রাক্ষণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ বিভুতি ভূষণ দেবনাথ, সরকারী বৃন্দাবন কলেজের উপাধ্যক্ষ ড. মাসুদুল হাসান, সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নজমুল হক, সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ তুলসী রানী সাহা, অধ্যাপক শিবদাস পাল, অধ্যাপক জেসমিন চৌধুরী, অধ্যাপক সুভাষ চন্দ্র রায় ও জনতা ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক মর্তুজ আলী। দিন ব্যাপী কর্মসূচিতে রয়েছে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।