লোকালয় ২৪

হবিগঞ্জ বিএনপিতে গ্রুপিং, একাদশ নির্বাচনে প্রভাব পড়তে পারে

হবিগঞ্জ বিএনপিতে গ্রুপিং, একাদশ নির্বাচনে প্রভাব পড়তে পারে

মীর কাদির, হবিগঞ্জ অফিসঃ হবিগঞ্জ জেলা বিএনপিতে ‍গ্রুপিং জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে । হবিগঞ্জ জেলা বিএনপি শক্তিশালী একটি দল হলেও ‍গ্রুপিংয়ের কারনে দুর্বল হয়ে পড়েছে । দীর্ঘদিন যাবত কয়েক ভাগে বিভক্ত হয়ে আছে । যার ফলে হবিগঞ্জের বিএনপি শক্তহাতে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে হিমশিম খাচ্ছে । সচেতন মহলসহ সাধারন মানুষের মুখে প্রায় সময়েই বিএনপির কোন্দল আগামী জাতীয় নির্বাচনে মারাত্বকভাবে ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশংকা করা হচ্ছে । সচেতন মহল ও সাধারন মানুষজন মনে করেন হবিগঞ্জ জেলা বিএনপি মনোমালিন্য অবসান করা জরুরী। ভেদাভেদ ভুলে পূর্বের ন্যায় একান্তে দলের কর্মসূচি পালন করলে আন্দোলন ও আগামী সফলতা আসতে পারে । আগামী একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোসহ সংশ্লিষ্ঠ সকল মহলই এখন সক্রিয় । নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে নিজ-নিজ রাজনৈতিক সমীকরনে গন্তব্যে পৌছাতে সবাই বহুমুখী তৎপরতা জোরদার করছেন । ক্ষমতাসীনদের চিন্তা টানা তৃতীয় মেয়াদে সরকারের ধারাবাহিকতা ধরে রাখা । আর তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি চাচ্ছে সরকারের পরিবর্তন ঘটাতে । আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের বাইরের উল্লেখযোগ্য সংখ্যক দল ভোটের রাজনীতিতে নিজেদের গুরুত্বপুর্ন করে তোলার চেষ্টা করছে । এসব দল-জোটের ভেতরেও রয়েছে আবার স্ব-স্ব হিসাব-নিকাশ বা চিন্তা-ভাবনা । সবমিলিয়ে নির্বাচনকে কেন্দ্র করে বহুমাত্রিক তৎপরতা ক্রমশ অদৃশ্যমান হতে শুরু করেছে । আর সকল মহলের এসব বহুধা সক্রিয়-তৎপরতা উত্তপ্ত করে তুলতে পারে নির্বাচনকালীন সময়কে । এ দিকে হবিগঞ্জ জেলা বিএনপিতে কয়েকভাগে বিভক্তির কারনে জাতীয় নির্বাচনে মারা্ত্বক ধাক্কা খেতে পারে দলটি । সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি মামলায় কারাগারে আবদ্ধে থাকার আগে ও পরে দলীয় অনেক কর্মসুর্চী ভিন্নভাগে হবিগঞ্জে পালন করলে ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোঃ ফয়সলকে দেখা যায়নি সাধারন সম্পাদক কেন্দ্রীয় সমবায়ক বিষয়ক সম্পাদক তিনবারের মেয়র আলহাজ্ব জি কে গউছের নেতৃত্বাধীন দল জোরে -শোরে পালন করলেও অন্যান্য দিকে জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ আহমদুর রহমান আবদাল, আমিনুর রশিদ এমরান ও সাবেক ছাত্রদলের সভাপতি মহিবুর ইসলাম শাহীনের নেতৃত্বাধীন এক গ্রুপ। জেলা বিএপির সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম ও আব্দুল মন্নান নেতৃত্বাধীন একটি গ্রুপ এবং বিএপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয়তা কম থাকায়  । হবিগঞ্জে একটি শক্তিশালী দল হলেও কোন্দলের কারনে দুর্বল হয়ে পড়েছে। এতে দলীয় কর্মসূচি পালন করতে হিমশিম খেতে হচ্ছে। হবিগঞ্জ জেলা্র সর্বত্র সাধারন মানুষ ও সচেতন মহলে আলোচনার ঝড় বইছে । এখন কোন্দল নিরসন হওয়ার দরকার না হলে একাদশ নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অনেকেই ।