হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম কারাগারে

হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম কারাগারে

হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম কারাগারে
হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম কারাগারে

লোকালয় ডেস্কঃ হবিগঞ্জে পত্রিকা অফিস ভাঙচুর মামলায় জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে (৪৫) কারাগারে পাঠানো হয়েছে। এ সময় দলীয় নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেন। মঙ্গলবার দুপুরে আতাউর রহমান সেলিম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এসময় বিচারক তৌহিদুল ইসলামের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) কাজী কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে ২০০৭ সালের একটি দ্রুত বিচার মামলায় ৩ বছরের সাজা হয়েছিল। মঙ্গলবার তিনি আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য ২০০৬ সালের হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকায় হামলা ও ভাংচুর করা হয়। এ ঘটনার পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে পত্রিকা অফিসের কর্মচারী মিজানুর রহমান বাদী হয়ে আতাউর রহমান সেলিমসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় ২০০৮ সালে তার বিরুদ্ধে সাজা প্রদান করেন আদালত। সেই মামলায় আজ তিনি আদালতে হাজির হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com