লোকালয় ২৪

হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার্ত ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার্ত ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

লোকালয় ডেস্কঃ হবিগঞ্জের নবীগঞ্জ ও মৌলভীবাজারের রাজনগর উপজেলার বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংগঠন লাইফ প্লাস। গত সোমবার হতে হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ত্রান সমাগ্রী বিতরন করা হয়। বুধবার মৌলভীবাজরের রাজনগর উপজেলার কামারচর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমূল হক সেলিমের উপস্থিতিতে এলাকার প্রায় শতাধিক বর্নার্তদের মাঝে ত্রান বিতরন করা হয়। লাইফ প্লাস ইউকে’র চেয়ারম্যান সাফিউর রহমানের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সংগঠন লিসা হবিগঞ্জের সহযোগিতায় হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় পরিচালিত হয় ত্রাণ বিতরণ কর্মসূচী। ত্রান বিতরনকালে নগদ টাকা বিতরণ করা হয় প্রায় ৫০টি পরিবারের মাঝে। এছাড়াও প্রায় ৫ শ পরিবারের মাঝে বিতরণ করা হয় ত্রাণ। মৌলভীবাজার জেলায় রাজনগর উপজেলার ৭ টি গ্রাম যথাক্রমে মৌলভীবাজার সদর একাটুনা ইউনিয়নের কদমহাটা, ৭নং কামারচাক ইউনিয়ন শান্তকুল, মাথাবপুর, চানকড়া, শান্তপাড়া হাবেলী, করাই, প ানন্দপুর। এতে উপস্থিত ছিলেন লাইফ প্লাসের প্রতিষ্ঠাতা সাফিউর রহমান, পুলিশ ইন্সপেক্টর শহীদুল ইসলাম (পিবিআই,সিলেট), সৈয়দ এনামুল আসাদ, জুহিনুর চৌধুরী, মুর্শেদ আলম, সোহেল চৌধুরী, আহসান খাঁ, তুহিনুর তালুকদার, মহসিন তালুকদার, শাখায়াৎ হোসেন, সাজ্জাত নূর, কামারচর ইউনিয়ন সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাজী শহীদুর রহমান। কামারচর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান বক্তব্যের মাধ্যমে লাইফপ্লাসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। #