হবিগঞ্জে ৫ হাজার ৪শ’ কেজি ভারতীয় চা-পাতা জব্দ

হবিগঞ্জে ৫ হাজার ৪শ’ কেজি ভারতীয় চা-পাতা জব্দ

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  হবিগঞ্জের চুনারুঘাটে ৫ হাজার ৪শ’ কেজি ভারতীয় নিম্নমানের চা-পাতা জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি।

রোববার সকাল সাড়ে ১১ টার দিকে বাল্লা সীমান্তের বসন্তীপুর কলাবাগানের পুর্বদিকে সুনাচং এলাকা থেকে চা-পাতাগুলো জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভয় হয়নি।

বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএনএম সামিউন্নবী চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করে বাল্লা সীমান্তরক্ষী বাহিনী। এসময় অভিযানের টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৩৫ বস্তা চা উদ্ধার করা হয়। যেখানে প্রায় ৫ হাজার ৪শ’ কেজি ভারতীয় নিম্নমানের চা-পাতা ছিল। যার আনুমানিক মূল্য ১৬ লক্ষ ২০ হাজার টাকা।

তিনি জানান, ধারণা করা হচ্ছে সীমান্তের ওপার হতে চোরকারবারীরা চা-পাতাগুলো নিয়ে এসেছে। চোরাকাবারীদের ধরতে ও এবং সীমান্ত অপতৎপরতা বন্ধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com