হবিগঞ্জে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

হবিগঞ্জে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

হবিগঞ্জে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
হবিগঞ্জে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

লোকালয় ডেস্কঃ ‘প্রযুক্তি দিয়ে করবো কৃষি, সুখে থাকবো দিবানিশি’ এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০১৮ শুরু হয়েছে।

বুধবার (৩০ মে) দুপুরে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।

সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ মেলার আয়োজন করেছে।

পরে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু জাহির।

এতে আরও বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ আলী, বিটিভি’র জেলা প্রতিনিধি মো. আলমগীর খান ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, মেলায় মোট ১২টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে ভাসমান সবজি চাষ, আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ, খামার যান্ত্রিকীকরণ এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষকের বাড়িকে কীভাবে খামারে পরিণত করা যায় সে সম্পর্কিত প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। সব ক্ষেত্রে আধুনিকায়নের কারণে কৃষি শ্রমিকের সংখ্যা হ্রাস পাচ্ছে। তাই কৃষিক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের দিকে গুরুত্ব দিচ্ছে সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com