সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ২ মুক্তিযোদ্ধাকে বসতঘর উপহার দিলো সেনাবাহিনী

হবিগঞ্জে ২ মুক্তিযোদ্ধাকে বসতঘর উপহার দিলো সেনাবাহিনী

lokaloy24.com

মোঃ সনজব আলীঃ হবিগঞ্জে ২ জন বীর সেনা মুক্তিযোদ্ধাকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বসতঘর উপহার দেয়া হয়েছে। সেনাবাহিনীর ১৭ পতাতিক ডিভিশনের ৩৬০ পতাতিক বিগ্রেড ঘর ২টির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। বুধবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী ও রামনগর গ্রামে সেনা মুক্তিযোদ্ধা বরকত উল্ল্যাহ ও পরিমল চন্দ্র শীলের হাতে ঘরের চাবি তুলে দেন ৬৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুস সাত্তার খান। ২টি ঘর নির্মাণে ব্যয় হয় ১০ লাখ টাকা। এ পর্যন্ত হবিগঞ্জ জেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১২ সেনা মুক্তিযোদ্ধাকে আবাসিক ঘর উপহার দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান,হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান, আইন সম্পাদক এডভোকেট মইনুল হাসান দুলাল, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক এস এম সুরুজ আলী, সাংবাদিক দিদার এলাহী সাজু, অাখলাছ অাহমেদ প্রিয়, মোঃ ছানু মিয়া, রহমত আলী, বিশিষ্ট মুরুব্বি অাব্দুল মালেক, স্থানীয় মেম্বার ফুল মিয়া, ওয়ারেন্ট অফিসার (অবঃ) অাব্দুল মোতালেব, কর্পোরাল (অবঃ) সিরাজুল ইসলাম বাবুল, কর্পোরাল (অবঃ) কামরুল হাসান বাবুল, মোঃ দ্বীন ইসলাম, মধু মিয়া, জহিরুল ইসলাম, সুজন রায়হান, রনি অাহমেদ প্রমুখ। স্থানীয়রা জানান মুক্তিযোদ্ধা হয়েও তদবিরের অভাবে সরকারের প্রদেয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বরকত উল্লা। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com