হবিগঞ্জে সরকারি সীল জালিয়াতী: ভূয়া সাংবাদিক ফয়ছল কারাগারে

হবিগঞ্জে সরকারি সীল জালিয়াতী: ভূয়া সাংবাদিক ফয়ছল কারাগারে

জুয়েল চৌধুরী, হবিগঞ্জ থেকে: জালিয়াতকারী চক্রের মূলহোতা ও ভূয়া সাংবাদিক ফয়ছল আহমেদ রানা (৩০) কে কারাগারে প্রেরণ করা হয়।

গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহিমের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। রানা বগলাখাল গ্রামের রজব আলীর পুত্র।

মামলার বিবরণে জানা যায়, রানা নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ২নং পুল এলাকায় ট্র্যাভেলস খুলে চেয়ারম্যান-মেম্বারদের সার্টিফিকের্টসহ সরকারি সীল ব্যবহার করে পাসপোর্ট করতে আসা মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

বিষয়টি সিআইডি পুলিশের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে ওই ট্যাভেলসে অভিযান চালানো হয়। পুলিশ তখন ওই ট্র্যাভেলস থেকে বেশ কিছু নকল সীলসহ বিভিন্ন ধরণের ভূয়া সনদপত্র জব্দ করে। এ সময় ফয়ছল আহমেদ রানা ও তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

সিআইডির এসআই সামছুল হক বাদি হয়ে জালিয়াতির মামলা দায়ের করলে গতকাল সে আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com