লোকালয় ২৪

হবিগঞ্জে মোহনা টেলিভিশনের নবম প্রতিষ্ঠা-বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মাধ্যদিয়ে হবিগঞ্জে মোহনা টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে
আজ রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে কেক কাটা ও শেষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

 

 

হবিগঞ্জ প্রেসক্লাব এর সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে মোহনা টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ (বিপিএম সেবা)। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক্ষ ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, হারুনুর রশিদ চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নারিস্ট এসাসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ সাংবাদিক ফোরাম এর সভাপতি শাকিল চৌধুরী, দৈনিক লোকালয়
বার্তা সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, চ্যানেল-৯ প্রতিনিধি
সুকান্ত গোপ, দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি মোঃ নূরুল হক কবির, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস এর স্টাফ
রিপোর্টার কাউছার আহমেদ, চ্যানেল ২৬ টেলিভিশন জেলা প্রতিনিধি একে কাওসার, কাজী মিজান, প্রিয়ডট কম এর জেলা
প্রতিনিধি এম সজলু, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, সিলেট ভয়েজ প্রতিনিধি সাইফুর রহমান তারেক, দৈনিক প্রভাকর স্টাফ রিপোর্টার সহিবুর রহমান, হবিগঞ্জের জননী স্টাফ রিপোর্টার এএম শাহ আলম প্রমূখ।