লোকালয় ২৪

হবিগঞ্জে মেডিকেল কলেজ হয়েছে অচিরেই কৃষি বিশ্ববিদ্যালয় হবে : লন্ডনে এমপি আবু জাহির

লন্ডনে সংবর্ধনা সভায় এডভোকেট আবু জাহির এমপি।

নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন, তার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার স্থপতি অথবা তার পরিবারের কোন সদস্যের নামে আমাদের হবিগঞ্জে নেই কোন স্থাপনা, তাই তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নামে হবিগঞ্জে হবিগঞ্জ বাসীর পক্ষে ‘‘হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ করেছি’’। আপনাদের ভালবাসা থাকলে হবিগঞ্জবাসীর জন্যে আরো অনেক কিছুই করতে পারবো। বিদ্যুৎ জ্বালানী খনিজ সম্পদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য, হবিগঞ্জ-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এভোকেট মোঃ আবু জাহির এসব কথা বলেন।

 

তিনি বলেন, বাংলাদেশের অনেক জেলায় মেডিকেল কলেজ নেই। জননেত্রী শেখ হাসিনা আমাদের মেডিকেল কলেজ দিয়েছেন। হবিগঞ্জ সরকারী কলেজে কয়েকটি বিষয়ে অনার্স কোর্স চালু করেছি। জেলায় ৮টিরও বেশী কলেজ এবং কয়েকটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। সায়েস্তাগঞ্জকে উপজেলায় উন্নীত করেছি, চালু করেছি বাল­া স্থলবন্দর। এসবের কোনটিই আমার নির্বাচনী অঙ্গিকার ছিল না। এবার হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে।

 

৩০ জুলাই সোমবার বিকেল ইষ্টলন্ডনের সিটি আরবার হোটেলে বৃটেনে বসবাসরত সর্বস্তরের হবিগঞ্জবাসীর উদ্যোগে তাকে দেয়া সম্বর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। বৃটেন সহ কয়েকটি দেশ বাদে বিশ্বের অনেক দেশেই বিধবা ভাতা নেই। শেখ হাসিনার সরকার দেশে বিধবাভাতা, বয়স্কভাতা, মাতৃকালীন ভাতা, মু্িক্তযোদ্ধা ভাতা সহ শিক্ষার উন্নয়নে কাজ করছে। দেশে বেকার ভাতা চালু করা হবে। এই সরকার উন্নয়নে বিশ্বাসী। তিনি বলেন আমাদের সিলেট বিভাগে দুটি ইকনমিক জোন করেদিয়েছেন জনন্ত্রেী শেখ হাসিনা একটি হবিগঞ্জে অন্যটি সিলেট বিভাগের মধ্যবর্তি শেরপুরে। তিনি দেশে প্রবাসীদের বিনিয়াগ করার আহবান জানান। বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান আব্দুর রবের এক প্রশ্নের জবাবে এমপি আবু জাহির বলেন যেহেতু হবিগঞ্জে গড়ে উঠেছে শিল্পাঞ্চল তাই সায়েস্থাগঞ্জে একটি রেলওয়ে কার্গো কনটেইনার সারবার ষ্টেশন চালু করতে তিনি উদ্যোগ নেবেন। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব নেহার মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও যুক্তরাজ্য যবলীগের সহসভাপতি চৌধুরী ফয়েজুর রহমান মোস্তাক এডভোকেট, যুবনেতা অজিত লাল দাস ও শাহজাহান কবীরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুদ্ধাপরাধ বিচার মঞ্চ যুক্তরাজ্য শাখার সভাপতি সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও কলামিষ্ট আব্দুল মুকিত চৌধুরী।

 

সভায় বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক সেক্রেটারী সৈয়দ কাইউম কায়ছার, সাবেবক ছাত্র নেতা নুরুদ্দিন চৌধুরী বুলবুল,তাহির আলী, সাংবাদিক ওলিউর রহমান, যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী জামাল খান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন, গোয়াজ আলী খান, আবুল কালাম আজাদ ছেটন, এডভোকেট মোমিন আলী, ইয়োথ কাউন্সিলার সুমাইয়া শাহ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন নজরুল ইসলাম। হবিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে অতিথিকে ফুল দিয়ে বরন করেন মারুফ চৌধুরী, হিফজুর রহমান চৌধুরী, শাহ সহিদ আলী, ও চুনারুঘাট এসোসিয়েশনের গাজীউর রহমান প্রমুখ। হবিগঞ্জ ইয়োথ এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ, গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষে তুহিন চৌধুরী।