হবিগঞ্জে মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের নয়া কমিটি গঠন

হবিগঞ্জে মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের নয়া কমিটি গঠন

হবিগঞ্জ  প্রতিনিধি: ২২ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ
প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের নতুন কমিটি গঠিত হয়েছে।

বৃন্দাবন কলেজের প্রভাষক আ.ব.ম ফখরুদ্দিন খান পারভেজ- আহ্বায়ক, অগ্রনী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার সিনিয়র অফিসার শাহ জয়নাল আবেদীন রাসেল- সদস্য সচিব, পুরানগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমীরন কিশোর দাশ, জেলা প্রশাসক কার্যালয়ের মোঃ সাইদুর রহমান, হবিগঞ্জ সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ হাবিবুর রহমান বাবু, সোনালী ব্যাংক ইনাতগঞ্জ শাখার ম্যানেজার মোঃ ইব্রাহীম খলিল, হবিগঞ্জ পৌরসভায় কর্মরত মোঃ গোলাম হায়দার মুবিন, বক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন রানী দাশ-কে যুগ্ম-আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের গঠনতন্ত্রের ধারা ৯ (ঙ) (রর) অনুযায়ী আহ্বায়ক কমিটির অনুমোদন দেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ গউছ উদ্দিন চৌধুরী ও সদস্য সচিব পংকজ কান্তি দাশ পল্লব।


উক্ত সম্মেলনে প্রধান অতিথি সাবেক জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, বিশেষ অতিথি হবিগঞ্জ সদর উপজেলা সাবেক কমান্ডার ল্যান্স নায়েক মোঃ আব্দুস সহীদ, জেলা পরিষদ সদস্য ফাতেমা তুজ জোহরা রীনা, বাকী বিল্লাহ তরফদার, এনামুল হক বাবুল, শাহ কিম্মত আলী, সুজিত দাশ, তানভীর চৌধুরী, মিজানুর রহমান বাবুল, রুবেল আহমেদ, ডাঃ নিজামুল হক, দুলাল মিয়া, প্রণয় চক্রবর্তী, নিউটন তালুকদার, লিটন মিয়া, সোমা চৌধুরী, ইমন আহমেদ, হাসান প্রমূখ।


অদ্য রবিবার রাত ৯টায় হবিগঞ্জ দুর্জয় ৭১-এ মোমবাতি প্রজ্বলন ও ব্ল্যাক আউট কর্মসূচীতে সকলকে উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয়।

(খবর বিজ্ঞপ্তির)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com