লোকালয় ২৪

হবিগঞ্জে মাদক মামলায় উপজেলা চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবলে মাদক চোরাকারবার মামলায় বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যানের ছেলে সৈয়দ ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে বাহুবল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সৈয়দ ইসলামের বিরুদ্ধে ২০১৬ সালে ঢাকার কোতোয়ালী থানায় মাদক চোরাকারবারের অভিযোগে একটি মামলা হয়। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তবে বাহুবলে মাদক চোরাকারবারের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।তিনি জানান, গ্রেপ্তারের পর সৈয়দ ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. খলিলুর রহমানের দাবি, তার ছেলেকে মারামারির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি গণমাধ্যমে বলেন, ‘সৈয়দ ইসলামের সঙ্গে তার বড় ভাইয়ের মারামারি হয়েছিল। তখন ওই মামলা করা হয়।’