স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থানাসহ বিভিন্ন থানায় পুলিশের সাড়াশি অভিযানে চুরি, ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন মামলায় মহিলাসহ ৩৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২ টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে চুনারুঘাট থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মহিলাসহ ১৭ জন, সদর মডেল থানা পুলিশ ২ জন, লাখাই থানা পুলিশ ৫ জন, মাধবপুর থানা পুলিশ ৪ জন, বাহুবল থানা পুলিশ ৩ জন, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ২ জন, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ পুলিশ মোট ৩৫ জনকে আটক করে। তারা অনেকেই চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, মারামারিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি।
ওসিগণ জানান, সকলকেই গতকাল বৃহস্পতিবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান নিয়মিত চলবে।