নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ হবিগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় ‘হবিগঞ্জ বিরতিহীন’ বাস চাপায় সৌরভ মিয়া (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সৌরভ হবিগঞ্জ পৌরসভার মোহনপুর এলাকার মো. ফজলু মিয়ার ছেলে।
সে শহরের টাউন মডেল স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সৌরভ বাইসাইকেল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার এসআই সাহিদ মিয়া জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি।
Leave a Reply