লোকালয় ২৪

হবিগঞ্জে প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর স্মরণে আলোচনা সভা।

হবিগঞ্জে প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর স্মরণে আলোচনা সভা

মোঃ সনজব আলীঃ হবিগঞ্জে  প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর স্মরণে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরামের আয়োজনে সোমবার সন্ধ্যায় শহরের সুরবিতান ললিতকলা একাডেমির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

 

বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরামের প্রতিষ্ঠাতা মহাসচিব সৈয়দ রাশিদুল হক রুজেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, হবিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের প্রযোজক মুকুল আহমেদ, হবিগঞ্জ বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, বাংলাদেশ লোক সংস্কৃতি ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান বাবুল, হবিগঞ্জ বাউল ফেডারেশনের সভাপতি আতাউর রহমান সেলিম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলির সদস্য অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস, সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল ও বিশিষ্ট লোক কণ্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান প্রমূখ।

 

বক্তারা প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জীবনীর উপর বিশেষ আলোচনা করেন। তারা বলেন- সংগীতের মাধ্যমে এন্ড্রু কিশোর প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকবেন।