সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে প্রকৃত মাজার শূন্য থাকায় দাউদ নগরে গড়ে উঠেছে একটি নতুন মাজার

হবিগঞ্জে প্রকৃত মাজার শূন্য থাকায় দাউদ নগরে গড়ে উঠেছে একটি নতুন মাজার

হবিগঞ্জ জেলার প্রকৃত অলি আউলিয়াদের মাজার শূন্য থাকায় শায়েস্তাগঞ্জ দাউদ নগরে একটি নতুন মাজারের আবির্ভাব ঘটেছে। অভিযোগ রয়েছে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন লোকদের সাথে প্রতারণা করে আসছে একটি চক্র। মহামারী করোনায় হবিগঞ্জ জেলায় ঐতিহ্যবাহী মুরারবন, শাজিবাজার ফতেগাজি, নবীগঞ্জে ফুলতলী, টংগিটিলা, শায়েস্তাগঞ্জের সাওয়াল পীর, উমেদনগর মাহবুব রাজা মাজারে ভক্তবৃন্দ ও মুরিদান না আসায় এ সুযোগটি কাজে লাগাচ্ছে একটি প্রতারক চক্র। এবং তারা অবৈধ ফায়দা হাসিলের জন্য নিজেদের বাড়িতে নামিদামি মানুষের কবরকে পাকা করে লালসালু টাঙ্গিয়ে রুপান্তরিত করে। সধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। স্থানীয়রা জানান শায়েস্তাগঞ্জের দাউদ নগরে ফয়সাল নামে এক ব্যক্তি নানার বাড়ীতে খাদেম আব্দুর রহমান ওরফে আব্রা মিয়া কবরস্থান কে মাজার বানিয়ে দালাল ও বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে ঐতিহ্যবাহী মাজারগুলো জনশূন্যতায় এই সুযোগটি কাজে লাগাচ্ছে ওই প্রতারক চক্রটি। প্রতিদিন কথিত আব্রা মিয়ার মাজারে অর্ধশতাধিক লোকের সমাগম ঘটে। আর এই মাজারের খাদেম এর দায়িত্ব নিয়েছেন ফয়সল আহমেদ নামের এক ব্যক্তি। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক জানান বিষয়টি আমার জানা নেই তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নিব।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com