হবিগঞ্জে পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল শহরের শায়েস্তানগরে এ ঘটনা ঘটে। পুলিশ ও দলীয় একাধিক নেতা জানান, বিকেলে শায়েস্তানগর থেকে গণ-মিছিল বের করে জামায়াত। এসময় পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, জামায়াত নেতাকর্মীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হননি। কাউকে আটকও করা হয়নি।