লোকালয় ২৪

হবিগঞ্জে পরিবেশগত দিক বিবেচনা না করে ‘পৌর কিচেন মার্কেট’ নির্মান

রফিকুল হাসান চৌধুরী তুহিন :  সুষ্ঠু পরিকল্পনার অভাব, পারিপাশ্বিক অবস্থা ও পরিবেশগত দিক বিবেচনা না করেই গড়ে উঠা হবিগঞ্জ শহরের পি,টি,টি আই সমুখস্থ নির্মানাধীন ‘পৌর কিচেন মার্কেট’ এর নানা দিক নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ইতিমধ্যে এই মার্কেটের একটি সমস্যার সম্ভাব্য কুফল নিয়ে তৎসংশ্লিস্ট স্কুল কর্তৃপক্ষ পৌর মেয়র বরাবরে পত্রও দিয়েছেন। অথচ এখন পর্যন্ত সমস্যা সমাধানে কোন প্রকার পদক্ষেপ গ্রহন বা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে চরম উদাসীনতার পরিচয় দিচ্ছেন পৌর কর্তৃপক্ষ।

সূত্র মতে, রাজনৈতিক টানা পুরন, মূল প্ল্যানের বাইরে নতুন কাজ যুক্ত করা এবং এ নিয়ে সংশ্লিস্ট ঠিকাদারের সাথে দেন-দরবার সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে দীর্ঘ সময় পর সম্প্রতি কিচেন মার্কেটির অসমাপ্ত নির্মান কাজ পুনরায় শুরু হয়। বর্তমানে দ্রæত গতিতে এগিয়ে চলছে দেয়াল নির্মাণ ও মার্কেট অভ্যন্তরে থাকা পায়ে হাটা রাস্তার ঢালাই কাজ। তবে অন্যান্য সমস্যার পাশাপাশি এই মার্কেটের প্রবেশ-বাহির পথ নিয়ে তৎসংশ্লিস্ট এলাকার প্রাইমারী টির্চাস ট্রেনিং ইন্সস্টিটিউট কর্তৃপক্ষ সহ সচেতন মহলের মাঝে সৃষ্টি হয়েছে উদ্বেগ-উৎকন্ঠা। সূত্র মতে, প্রাথমিক পর্যায়ে বহুতল ভবন বিশিষ্ট এই মার্কেটের প্রথম তলার নির্মাণ কাজ শেষ করে সহসাই তা আনুষ্ঠানিক খুলে দেয়ার চেষ্টায় আছে পৌর কর্তৃপক্ষ। আর এই মার্কেটের অভ্যন্তরে প্রবেশ-বাহিরের পথটি থাকছে এক কোনে। যা পি, টি, টি আই এর প্রবেশ রাস্তার একবারেই সন্নিকটে। ফলে এলাকার সচেতন মহল সহ সংশ্লিস্ট ইন্সস্টিটিউট কর্তৃপক্ষের উদ্বেগ-উৎকন্ঠা এই জন্য যে, মার্কেটটি চালু হলে প্রতি দিন-রাতে বিক্রেতারা মাছ-মাংস ও তরিতরকারি সহ তাদের নানা পণ্য ভেতরে প্রবেশ-বাহির করবেন। অন্যদিকে ক্রেতারাও মার্কেটে আসা-যাওয়া করবেন। এ ক্ষেত্রে বিক্রেতারা যেমন মালামাল আনা-নেয়ায় ছোট-বড় যান ব্যবহার করবেন, তেমনি ক্রেতারাও নানাভাবে এই স্থানটিতে অবস্থান নেবেন। সম্ভাবনা এও রয়েছে যে, বিক্রেতারা পরিবহনের মাধ্যমে এই স্থানটিতে দিন-রাতে চলাতে পারেন মালামাল লোড-অনলোড। যে কারনে এই স্থানটিতে স্বাভাবিকভাবেই প্রতিদিন মানুষ আর যানের জটলার সৃষ্টি হবে। সেই সাথে এই মার্কেট সংলগ্ন পি,টি,টি আই’র প্রশিক্ষনার্থী-শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে নিজস্ব রাস্তা দিয়েই প্রতিদিন আসা-যাওয়া করবেন। এছাড়া তৎসংশ্লিস্ট পৌর কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত প্রধান সড়কটি দিয়ে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও জনসাধারন সহ যান চলাচলও অব্যাহত থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের যাওয়া শুরু আবার কখনও কখনও দুপুরে ছুটি আবার বিকেলেও ছুটির সময় এসব শিক্ষার্থীরা বাড়ী ফিরে। এ ক্ষেত্রে মার্কেটটিতে সকাল-বিকেল যখনই বাজার বসুক না কেন ক্রেতা-বিক্রেতাদের আনা-গোনা চলবেই। যে কারনে প্রধান সরু এবং ইন্সস্টিটিউটের নিজস্ব রাস্তা সংলগ্ন্ এই স্থানটিতে স্বাভাবিকভাইে প্রতিদিন মানুষ আর যানের জটল্ াসৃষ্টি হয়ে এক অসহনীয় দুর্ভোগের শিকার হবেন এলাকাবাসী সহ ওইসব প্রতিষ্ঠানের স্ব স্ব শিক্ষার্থীগণ। এছাড়া সরেজমিন দেখা গেছে, এই মার্কেটটির পেছন এবং উভয় সাইডে দেয়াল দিয়ে এমনভাবে আবৃত করা হয়েছে যে, এখনই বুঝা যায় এই মার্কেটে দিনের বেলায়ই থাকবে পুরো অন্ধকারাচ্ছন্ন এক ভূতুরে পরিবেশ। ছোট করে কয়েকটি বেন্টিলেটর দেয়া হয়েছে। যা দিয়ে পর্যাপ্ত আলো পৌছাও অসম্ভব। প্রতিটি কক্ষে একমাত্র বিদ্যুতের বাল্ব জ্বালিয়ে রাখা ছাড়া কোন উপায় নেই। যদিও সম্মুখভাগের কিছু উপর দিকে গ্রিল নাকি দেয়া হবে। আর ছোট একটি একমাত্র প্রবেশ-বাহির মুখ দিয়ে ক্রেতা-বিক্রেতা আসা-যাওয়াও বাড়বে সংকট। এছাড়া আরও একটি প্রশ্নের উদ্ভব ঘটেছে যে, সরকারী নীতিমালা বা কতটুকু যৌক্তিকতা মেনে আগেই এই মার্কেটের সন্নিকটে একই ভ’মির একটি অংশ পৌর কর্তৃপক্ষ তারই কার্যালয়ের এক কর্মচারীকে বরাদ্ধ দিয়েছেন তাও এখন পর্যন্ত তেমন খোলাসা নয়। আর এই বরাদ্ধ পেয়ে ভবন নির্মাণ করে উক্ত কর্মচারী নিজে বাস বা ব্যবসা না করে বরং তা অন্য এক ব্যবসায়ীকে ভাড়া দিয়ে জামানত সহ প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকলেও এ ক্ষেত্রে আসলেই কি যৌক্তিকভাবে এই ভ’মি বরাদ্ধ দিয়েছেন তা সরাহায় কোন চাক্ষুস কাগজে প্রমান এখনও দেখাতে উদ্যোগী নয় সংশ্লিস্ট কর্তৃপক্ষ। অন্যদিকে ময়লা-অর্বজনায় এক দুর্গন্ধময় পরিবেশও মানুষকে সইতে হবে। তবে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য লক্ষ্যনীয় ভাবনার বিষয় হচ্ছে এই যে, শুধু দুর্ভোগ-বিড়ম্বনা নয় বরং এইসব পরিস্থিতির সুযোগে সমাজের উৎশৃংখল কতিপয় দুষ্টু লোক কর্তৃক প্রশিক্ষনার্থী-শিক্ষার্থীরা সম্মানহানীর শিকার হতে পারেন। আর কোমলমতি শিক্ষার্থীগণও থাকবে সমূহ বিপদের মাঝে। জানা গেছে, এমনি পরিস্থিতিতে গত ২২ জুলাই পৌর মেয়র বরাবরে মার্কেট আনুষ্ঠানিক চালুর পর একই রকম সমস্যার আশংকা রেখে একটি জরুরী পত্র দিয়েছেন পি, টি, টি, আই সুপারিনটেডেন্ট মোঃ নজরুল ইসলাম। তিনি এই পত্রে মার্কেটের বর্তমান ওই প্রবেশ পথটি বহাল থাকলে তার সমূহ সমস্যাগুলো উল্লেখ পূর্বক দ্রæত এ পথটি যৌক্তিক দূরে সরিয়ে নেয়ার জন্য পৌর মেয়র আলহাজ্ব জি,কে গউছের প্রতি অনুরোধ জানিয়েছেন। মার্কেটটির সম্মুখ ভাগে রয়েছে ৭টি র্পষন। ইন্সস্টিটিউট কর্তৃপক্ষ ও এলাকার সচেতন মহলের মতে, একটি মার্কেটের সৌন্দর্য্য ও ক্রেতা-বিক্রেতা আসা-যাওয়া সহজতর করতে প্রবেশ-বাহির পথটি মধ্যবর্তী স্থানে আনাই শ্রেয়। কিন্তু দু’ থেকে তিন দিন পেরিয়ে গেলেও এই পত্রের বিপরীতে অভিযোগ খতিয়ে দেখা বা সিদ্ধান্ত দিতে কোন সাড়া দিচ্ছেন না পৌর কর্তৃপক্ষ । ফলে সংশ্লিস্ট প্রতিষ্ঠানে এ নিয়ে ক্ষোভ দানা বাঁধছে। এলাকার সচেতন মহলও এ নিয়ে চরম অসন্তুষ্ট। এদিকে এই বিষয় নিয়ে পৌর মেয়র জি,কে গউছের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করলে তিনি এ প্রতিনিধিকে জানান, সংশ্লিস্ট মাকের্টটির নকশা প্ল্যান আগেই অনুমোদিত হওয়ায় তা এখন কোন পরিবর্তন করা সম্ভব নয়। এছাড়া এটি নাকি বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত হচ্ছে। মেয়রের এমন বক্তব্যের প্রেক্ষিতে সংশ্লিস্ট সূত্র প্রাপ্ত একটি তথ্যানুযায়ী প্রশ্ন হচ্ছে, উক্ত মার্কেটের নকশা আগে অনুমোদিত হলেও তাদের ভাবনা থেকে মার্কেটির সম্মুখভাগে নতুন কিছু কাজ সংযুক্ত করে সম্প্রতি নতুন ভাবে অনুমোদন নিতে হয় পৌর কর্তৃপক্ষকে। ফলে স্বাভাবিকভাবেই পাল্টা প্রশ্ন উঠে, সংশ্লিস্ট কর্তৃপক্ষ যদি তাদের মতো করে কোন কিছু করতে চান, তাহলে যে কোন সময় নকশা বা প্ল্যান পরিবর্তন করা সহজতর হয়। আর যদি জনগণ দেখিয়ে দেয়, কোটি টাকা ব্যায়ে একটি জন গুরুত্ব সম্পন্ন কাজে কোন ত্রæটি বা এ নিয়ে পরিবেশগত বড় ধরনের সমস্যা হতে পারে তবে তা কোন যুক্তিতেই ধুপে টিকে না। জনস্বার্থে জনপ্রতিনিধি। তাহলে এটাই বাস্তবতা নাকি সাধারন মানুষের যৌক্তিক দাবী এমনিভাবে অবমূল্যায়ন হবে এমন আলোচনাই এখন হবিগঞ্জের সর্বত্র ঘোরপাক খাচ্ছে। তবে এখানকার এমন সমস্যা নিয়ে প্রশ্নে উদ্ভব ঘটায় সভাবতই জনস্বার্থ সংশ্লিস্ট পৌর কর্তৃপক্ষ কর্তৃক শহরে নির্মিত আরও কয়েকটি স্থাপনার নকশা ও ভবন নির্মানের ত্রæটি-বিচ্যুতিও জনমনে বহু আগেই আলোচনার জন্ম দিয়েছিল। যেমন, শহরের ডাকঘর এলাকার মার্কেট, এম, সাইফুর রহমান টাউন হল ও মরহুম শামস্ কিবরিয়া অডিটরিয়াম ইত্যাদি। এইসব মার্কেট বা হলগুলোও এমন ভাবে নির্মাণ করা হয়েছে যা সুশীল সমাজের কাছেও নানাভাবে প্রশ্নবিদ্ধ। এসব মার্কেট বা হলগুলো সাধারনত সাধারন মানুষের জন্য শান্তিময় তো নয়ই বরং অন্ধকারাচ্ছন্ন এক ভুতুরে পরিবেশ বিরাজ করছে। অনেকেই এইসব হল বা মার্কেটের দোকান ঘর ভাড়া নিতে ইতস্থত করেন। চলে যান আমির চাঁন কমপ্লেস নয়তো অনামিকা কমিউনিটি সেন্টার বা অন্য কোন স্থানে। এর একমাত্র কারন অপরিকল্পিতভাবে গড়ে উঠা এই স্থাপনা গুলো সাধারন মানুষের চাহিদা মেটাতে যথাযথ নয়। তারপরও কোন মার্কেট বা হল কোন পরিবেশ ভাবনায় রেখে যথাযথ স্থানে নির্মাণ বা আধুনিক যুগের সাথে প্ল্যান তৈরী করা হলে সাধারন মানুষ উপকৃত হবে তা নিয়ে চিন্তা-ভাবনা করার ক্ষেত্রেও যেন বছরের পর বছর জুড়ে পৌর কর্তৃপক্ষের মাথা ব্যাথা নেই। কিচেন মার্কেটের বেলায়ও তাই ঘটেছে। যে স্থানটিতে স্কুল-কলেজ সহ আবাসিক এলাকা, সেই স্থানটিতেই মাছ-মাংস-তরিতরকারী সহ ইত্যাদি বিক্রি করার সুযোগ সৃষ্টি করার নামে সুষ্ঠু পরিবেশ বর্হিভূত সিদ্ধান্ত নিলেন পৌর কর্তৃপক্ষ। এ বিষয় নিয়ে সংশ্লিস্ট কর্তৃপক্ষের কোন জনপ্রতিনিধির সাথে আলাপ করলে একটিই সাফ কথা যে, বিশ্ব ব্যাংক বা জাইকার সাথে এমনি চুক্তি হওয়ায় এ ক্ষেত্রে এখন নাকি কিছুই করার নেই। একটি প্রবাদ বাক্য আছে যে, ভাবিয়া করিও কাজ-করিয়া ভাবিও না। প্রশ্ন হচ্ছে, এসব জনস্বার্থ সংশ্লিস্ট স্থাপনা নির্মানে সরকারী বা বিদেশী অর্থের যে কোন সংশ্লিস্টতাই থাকুক না কেন তা আধুনিকতার ছোয়ায় প্ল্যান তৈরীর মাধ্যমেই তা বাস্তবায়ন করা উচিত নয় কি ? অথচ তা না করায় জনস্বার্থে যেমন এইসব স্থাপনা তেমন কাজে আসছে না, তেমনি সরকারী ও বিদেশী অর্থেরও বড় ধরনের অপচয় হচ্ছে। এই পৌর শহরের নাগরিকরা চায় লাখ লাখ বা কোটি টাকা ব্যায়ে পৌর কর্তৃপক্ষ যত উন্নয়নমূলক কাজই করুক না কেন তা যেন হয় ত্রæটি মুক্ত, পরিবেশ বান্ধব তদোপুরি জনগনের কাছে হয় ব্যাপক সমাদৃত-প্রশংসিত।