লোকালয় ২৪

হবিগঞ্জে নৌকার প্রার্থী শামীমের নির্বাচনী ইশতেহার ঘোষণা

হবিগঞ্জে নৌকার প্রার্থী শামীমের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: আগামী ১০ মার্চ হবিগঞ্জের আট উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান শামীম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বুধবার (৬ মার্চ) দুপুর ১২টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষার হার বৃদ্ধি, দাঙ্গা প্রতিরোধের ব্যবস্থাসহ ১৪টি ইশতেহার ঘোষণা করেন তিনি।

নির্বাচনী ইশতেহারে নৌকার প্রার্থী শামীম বলেন, নির্বাচিত হলে উপজেলার ১৩৮টি প্রাথমিক বিদ্যালয়, ২২টি উচ্চ বিদ্যালয়, ৮টি আলিয়া মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম আধুনিয়কান করা হবে।

গ্রাম ও গোষ্ঠীর দাঙ্গার কারণে প্রতি বছর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানা ভাবে হয়রানীর শিকার হয়। আমি নির্বাচিত হলে দাঙ্গা নিরসনে এলাকায় খেলাধুলা, সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে আন্তঃগোষ্ঠীর ভিত্তিক সুসম্পর্ক প্রতিষ্ঠা করব।

এছাড়াও সন্ত্রাসবাদ নিরসন, চিকিৎসাসেবা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, মাদক নির্মূল, দুর্নীতি দুরিকরণ, বেকার সমস্যা সমাধান করা হবে।

নির্বাচনী ইশতেহারে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক চৌধুরী রাজ, সাবেক সাধারন সম্পাদক সাইফুল আলম রানা প্রমুখ।