লোকালয় ২৪

হবিগঞ্জে নৌকার নতুন মাঝি মিলাদ গাজী, তিনটি আসনে পুরোনো মাঝি

হবিগঞ্জে নৌকার নতুন মাঝি মিলাদ গাজী, তিনটি আসনে পুরোনো মাঝি

নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনে আওয়ামী লীগের প্রতীক নৌকার মাঝি চূরান্ত করা হয়েছে, তবে একটি আসনে নৌকার নতুন মাঝি বাকি তিনটিতে পুরোনো মাঝিদের হাতেই থাকছে নৌকার হাল।

নৌকার নতুন মাঝি গাজী মোহাম্মদ শাহনেওয়াজ (মিলাদ গাজী)। তার নির্বাচনী আসন হবিগঞ্জ-১
(নবীগঞ্জ-বাহুবল)।

যদিও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সবচেয়ে বেশি শঙ্কা ছিল হবিগঞ্জ-১ আসনেই। শুরু থেকেই জোরেশোরে শোনা যাচ্ছিল এ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিবে আওয়ামী লীগ। কারন এ আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির এম এ মুনিম চৌধুরী বাবু।

এছাড়া অন্য ৩টি আসনেও মনোনয়ন পাচ্ছেন বর্তমান সাংসদরাই। তারা হলেন- হবিগঞ্জ-৩( সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু জাহির।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য আব্দুল মজিদ খান এবং হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বর্তমান সংসদ সদস্য মোঃ মাহবুব আলী।

এদিকে হবিগঞ্জের চারটি আসনে নৌকার প্রার্থী হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। তাদের অনেকেই বলছেন ৩০ ডিসেম্বর নির্বাচনে চারটি আসনেই নৌকার প্রার্থী জয় লাভ করে হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে স্বীকৃতি দিবে হবিগঞ্জবাসী।