সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ধানের খলা নিয়ে সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জে ধানের খলা নিয়ে সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জে ধানের খলা নিয়ে সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জে ধানের খলা নিয়ে সংঘর্ষে আহত ৫০

লোকালয় ডেস্কঃ হবিগঞ্জ সদর উপজেলার হুরগাও গ্রামে সালিশ বৈঠকে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নারী, শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।

আহতদের মধ্যে ২০জন কে হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় ১জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।

জানাযায়, ওই গ্রামের করিম উদ্দিন ও সমুজ আলীর মধ্যে ধানের খলা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে ওইদিন দিবাগত রাত সাড়ে ৯টায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালিন সময়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে তারা। এতে নারী, শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়।

আহতদের মধ্যে ২০জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে বাচ্চু মিয়া নামে এক ব্যক্তিকে টেটাবিদ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com